পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভিন্ন রচনাবলী २ আমার তরুণ বন্ধুগণ, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রসাদ আমি আজ লাভ করলাম—আমি তোমাদের চিত্তলোকে স্থান পেয়েচি, তোমরা আমাকে ভালবেসেচ । আমার সাহিত্য-সেবার এর চেয়ে বড় পুরস্কারের কথা কল্পনা করতে পারিনে। যে তরুণ-শক্তি যুগে যুগে কালে কালে পৃথিবীকে নূতন করে গঠন করে, দৃষ্ট যাদের প্রসারিত, অন্তায় বন্ধন যারা মানে না, বড় মন নিয়ে সৰ্ব্বত্যাগের বাণীকে অবলম্বন করে যার যে-কোনও মুহূর্তে হাসিমুখে পৃথিবীর বন্ধুরতম পথে যাত্রা করতে পারে, তারা আজ আমাকে তাদের আপনার জন বলে স্বীকার করেচে, এ আনন্দের স্মৃতি আমার চিরজীবনের সঞ্চয় হয়ে রইল। আমার সাহিত্য-সাধনার মূল নিৰ্দ্ধারণ করবার ভার আমি তোমাদের উপর দিয়েচি ; ভরসা আছে, আর যে যাই বলুক, তোমরা কোনদিন আমাকে ভুল বুঝবে না। দেশের জন্তে, অবহেলিত মানবসমাজের জন্তে আমি কতটুকু করেচি ত স্থির করবার ভার রইল ভাবীকালের সমাজের উপর । বহুবার বহুস্থানে যে-কথাটি আমি বলেচি, তোমাদের কাছে আজ সেই কথারই পুনরুল্লেখ করতে চাই । মিথ্যাকে তোমরা কোনদিন কোন ছলেই স্বীকার ক’রো না ; সত্যের পথ, অপ্রিয় সত্যের পথ—যদি পরম দুঃখের পথও হয়, তা হলেও সে দুঃখ-বরণের শক্তি নিজেদের মধ্যে সংগ্রহ করো। দেশের এবং দশের যে ভবিষ্যৎ তোমাদের হাতে নির্ভর করচে, সে ভবিষ্যৎ যে কখনও দুর্বলতার দ্বারা, ভীরুতার দ্বারা এবং অসত্যের দ্বারা গঠিত হয় না, তোমাদের পানে তাকিয়ে দেশের লোকে যেন এই কথাটা নিরস্তুর মনে রাখতে পারে । তোমাদের আমি আশীৰ্ব্বাদ করি, জীবন তোমাদের সার্থক হোক, সাধনা তোমাদের সফল হোক এবং আরও যে-কটা দিন বাচি তোমাদের দিকে চেয়ে আমিও যেন বল লাভ করতে পারি ৫ S DDDD DDDD BBBB HDS DDD DAe DBB BBD DD BBSBDSDDDD DDD অভিনশনের উত্তর । "ভারতবর্ষ’ কাৰ্ত্তিক ১৩৩৯ সংখ্যায় প্রকাশিত । vడి 8t