পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ সাহিত্য-সংগ্ৰহ কিন্তু, ও জিনিসটি কি ভাই ? সত্যিই কি কিছু . গ্রন্থের প্রথম কবিতাটি কঠিন তিরস্কারের মত শুধু নিরদিষ্টকেই নয় পাঠককেও আঘাত করে। সমস্ত বইয়ের উপর যেন মুখ ভার করে তাকিয়ে আছে মনে হয়। তাই হয়ত লীলাময়ের বোধ হয়েছে এ গ্রন্থে আনন্দ নেই, আছে শুধু অভিযোগ । তুমি ভাবে এ জীবনে তোমার মানুষকে ভালোবাসা দুনীতি, পাপ । তোমাকেও যে কেউ ভালোবাসবে সেও গর্হিত—অপরাধ ! কেউ যদি তোমাকে বলে—বড়দ তোমাকে মনে মনে ভয়ানক ভালবাসে—শুনলে তুমি রাগে ক্ষেপে যাবে। বলবে —কি, এত বড় স্পৰ্দ্ধা । কারণ, মনে মনে তুমি প্রতিজ্ঞ ক'রে বসে আছ—এ দুনিয়ায় কাউকে নয় ! এ সম্বন্ধে মনটা তোমার একটা নিশ্চয়তায় পৌঁছে একেবারে কঠিন হয়ে গেছে। এইখানেই মন্ত তফাৎ। আর এই তফাৎটার অতিশয়োক্তিই আকারে মাঝে মাঝে ধরা দেয় তোমার কবিতায় । রাধু, একটা কথা মনে পড়লো, যৌবনে এককালে ফরাসী সাহিত্যের সখ ছিল । আজ প্রাচীন কালে তার কিছুই মনে নেই, সমস্তই ভুলে গেছি, শুধু দুটো ছত্ৰ মনে পড়ে— Ah ! I'afireaux esclavaga Qui detre a soi. ভাবটা এই যে, একাস্ত স্বাধীনতার মত এত বড় দাসত্ত্ব আর নেই। যাক এ সব কথা। আমার চেয়ে তুমি ঢের বেণী বুদ্ধি ধরে আমি মনে করি। বইখানিতে না দেখার দোষে অনেকগুলি বানান ভুল হ’য়ে গেছে। শব্দের মাথায় বড় বেশি নিরর্থক কমার চিহ্ন পড়েছে—যথা বধুর মৃতনের মাধবী'র এই সব। কবির নিরঙ্কুশ বটে, কিন্তু এই দোষগুলো না করাই ভালো, যেমন ‘আলোক অমিয় ক্ষর' । আলোক শঙ্কটা তো স্ত্রীলিঙ্গ নয়। রবিবাবুর কবিতায় প্রায় কোথাও এসব ভুল পাওয়া sifj *Il I • • • • • • • • . তবুও এসব অতি তুচ্ছ কথা বোন। আজ ভবিস্তুতের দিকে চেয়ে তোমাকে মন্ত বড় দেখতে পাচ্চি। আমার এ দেখায় ভুল হয়নি জেনে । তুমি আমায় শিলঙেও নিমন্ত্ৰণ করেছে বটে, কিন্তু বাই কি কোরে। আমার ত সাহিত্যচর্চ একপ্রকার বন্ধই হয়েছে, কিন্তু আর একটা কাজ জুটেছে যে। দেশের এই অতি হাজামার সময়ে পালাই কি বলে ? হাবড়া জেলার আমি আবার কংগ্রেসের President : কিছুই কৱিনে তবু থাকতে তো হয় । অথচ যাবার লোভও প্রবল । লাfছ ত্যচর্চার অভ্যাসটা আমার প্রায় ছেড়েই গেছে। তোমাদের মত সাহিত্যিকের কাছে এলে আবার যদি তার কিছু অংশ ফিরে পাই তো অনেক লাভ । আমার মতো কুড়ে মাস্থ্য সংসারে জার দ্বিতীয় নেই। একান্ত বাধ্য না হলে কখনও কোন \3& e.