পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পত্র-সঙ্কলন করুক। তবে একটা উপায় করিতে হুইবে । রামের ব্লুমতি’র মত সরল স্পষ্ট গল্প পাশাপাশি প্রকাশ করিয়া চরিত্রহীনের effect mild করিয়া জানিতে হইবে। কী লিথিয়াছে লোকে আমার গল্প পড়িবার জন্ত উতলা হইয়া আছে। যাক এ কথা। ‘কাল’ আমার বিচার করিবে। মানুষ সুবিচার অবিচার দুই কৰিবে সে জন্ম দুর্ভাবন করা ভূল। যাক। এই সময়টা যদি আমি কলকাতার থাকতাম, তোমাদের ভারতবর্ষের জষ্ঠ অনেক করিতে পারিতাম। কোন নামজাদা লম্পাদকের জাড়ালে থাকিয়া কাগজটা edit করিয়া দু-এক মাস চালাইয়া দিতে পারিতাম। আমি শুধু পদ্য লিখিতেই পারি না, তা ছাড়া সব রকমই পারি, এবং যেট সম্পাদকের প্রধান কাজ, সমালোচনা' ( অপর কাগজের লেখার উপর) সেটাও আমার বেশ আসে। তবে, যখন কলিকাতাতে নাই, এবং শীঘ্ৰ থাকিথ এ আশাও নাই—তখন এ সব কথার আলোচনায় লাভ নাই। এই গ্র দেশে কয় সময়ে আমার শুধু যমুনার জন্তই একটু আধটু লিখিতে পারি, এর বেশী সময় এবং স্বাস্থ্য দু-ই নাই। তুমি আমার উপর যন একটুও দুঃখ করিও না এই আমাৰ মিনতি। দ্বিজুবাৰু আর নাই—আর আমিও অন্য সম্পাদকের কাছে নিজের লেখার যাচাই করিতে পারিব না। সেটা আমার পক্ষে অসাধ্য। অবশ্ব রবিবাবু ছাড়া। তা ছাড়া আমি একরকম প্রতি শ্রত হইয়াছি, ছোট্ট যমুনাকে বড় করিব । এজন্য আমার শিষ্মমণ্ডলীকে ৪৬ অনুরোধ করিতে হইবে বলিয়াও একটা কথা উঠিয়াছে। আমি জানি আমাকে তারা এমনি শ্রদ্ধা করে যে, আমি অনুরোধ করিলে তাহ কিছুতেই অস্বীকার করিবে না -শুধু এই জন্যই এখনো তাহাদিগকে অনুরোধ করি নাই। আশা আছে প্রথম, এদের সাহায্য লইলে আমার সঙ্কল্প কাজে পরিণত হইবে। শুনিতেছি এর মধ্যে যমুনার বেশ আদর হইয়াছে। তাই প্রতি মাসে যদি এমনিই আদর অর্জন করিতে পারে, তাহা নিশ্চয়ই বড় হইবে আশা করা যায়। কাগজটা আগামী বংসর হইতে ডবল সাইজে বাহির করিবার কথা আছে । তোমার কথা রাখিবার জন্য সমস্ত জানিয়াও এবার চরিত্রহীন পাঠাইয়াছিলাম। আবার যখন আবশ্যক হইবে, তোমার কথা রাখিবই। কিন্তু পরের জন্য আমাকে আয় লজ্জা দিও না ভাই। হরিদাস তোমার বন্ধু, আমি কি তার চেয়ে কম ? তোমাকে যত লোক যত ভালবাসিয়াছে, আমি কারুর চেয়ে কম বাসি নাই, সেই কথাটা যখন S BBBBB BBBB SBBD DDSDDDD DDSDD BBBS BBBDDD DDS DttB DDS স্বরেন্থমখ গঙ্গাপাধ্যায়, গিরীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় প্রভৃতি। ، ،بهه ها" - " v^&... ›oo÷ፀፄ