পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ হৰে গুনে আমাকে অনেক সম্পাদকই লিখেছিলেন যে, "আমাদের সংহার করবার জন্য ভারতবর্ষের উদয় হচ্ছে।” তাদের শাপ-সম্পাতেই দ্বিজুদাদা মারা গেলেন— মত দীর্ঘশ্বাস হা হুতাশ তার সইল না। এখন সম্পাদকেরাই খুব উৎফুল্ল হয়ে উঠেছেন । কি করবে কপাল! দ্বিজুদা একটা বছর বাচলেও ভারতবর্ষ অক্ষয় হয়ে ধন্ত তা নিশ্চয় । এখন এর stability সম্বন্ধে সত্যই আশঙ্ক৷ হয়। পাছে লোকে ক্রমশঃ মনে করতে থাকে not Worth paying Rs. 6, এই ভয় । প্রমথ, আমিও একটা নাটক লিখব ব'লে ঠিক করেছি। যদি ভালো হয় (হবেই) কোন theatre-এ প্লে করিয়ে দিতে পার } মাজ এই পর্য্যন্ত —তোমার শরৎ * 14, Lower Pozoungdoung Street Rangoon 17, 7, 13. প্রমথ—তোমার চিঠি পাইয়। বড় খুশী হইলাম। আগেকার পত্রে তোমার যেন একটা রাগের ভাবই আমার চোখে পড়িত, এবার দেখিতেছি সেটা গিয়াছে । তুমি শাম্ভ এবং প্রকৃতিস্ত হইয়াছ । আমি মনে করিয়াছিলাম ভায়া আমার এবার ক্ষেপিয়া না গেলে বাচি । যাহোক ভালয় ভালয় যে সামলাইয়া গিয়াছ তাহ বড় মুখের কথা । আজ বুরেনকে দেবদাস পাঠাইবার জন্য চিঠি লিখিয়া দিলাম। আচ্ছ। আশ্বিনের জন্য আমি একটা গল্প বি, নিশ্চিন্ত থাক। তবে, হয়ত একটু বড় হইবে । ২০২৫ পাতার কম নয়। তবে, এমন গল্প এ বৎসর আর বাহির হয় নাই তেমনি করিয়া লিখিব । পূজার সংখ্যায় আমার জন্য ২-২৫ পাতা ভারতবর্ষের থালি রাখিয়ো । তবে, tragedy লিখিব না । Tragedy ঢের লিখিয়াছি আর না। তা ছাড়া, ছেলে-ছোকরার tragedy লিখুক, আমাদের এ বয়সে tragedy লেখা কালি কলমের অপব্যয়। আর ইংরাজির তজ্জমা করা লিলি-টিলি আমার আসে না। খাটি দিশি-দিশি জিনিস, একেবারে indigenous goods ! চাই ত ব'লে। আর ইংরেজির ছাচে ঢালা তাও চাও ত লিখো। এ রকম ইংরিঞ্জি ধরণের গল্প লিখতেজৰি নে যে তা নয়, তবে লজ্জা করে । যাক। সমালোচনা সম্বন্ধে যা

  • প্রমথনাথ ভট্টাচার্ধকে লিখিত ।

、" 。