পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ cयाग्र श्रांप्छ्, अदश डॉल नग्न, अब डांशनैौएक किडूहे क्रिड काञ्च न । ड्रशि কি বল ? নতুন-বোঁ বলিলেন, সোনারপুরের আয় বোধ হয় হাজার টাকার ওপর। জয়দুর্গার মেয়েকে একশো টাকার মত ব্যবস্থা করে দিলে অন্যায় হবে না। ভালো, তাই হবে। জাবার কিছুক্ষণ নিঃশব্দে কাটিল । স্থা নতুন-বোঁ, তোমার গহনাগুলো কি সিন্দুকেই পচবে ? কেবল তৈরীই করালে, কখনো পরলে না। দেবো সেগুলো তোমাকে পাঠিয়ে ? নতুন-বোঁ হঠাৎ বোধ হয় প্রস্তাবটা বুঝিতে পারেন নাই, তার পরে মাথা ছেট করিলেন। একটু পরেই দেখা গেল টেবিলের উপরে টপ টপ করিয়া কয়েক ফোট জল ঝরিয়া পড়িল । ব্ৰজবাবু শশব্যস্তে বলিয়া উঠিলেন, থাক থাক, নতুন-বোঁ, তোমার রেণু পরবে। ও-কথায় কাজ নেই। মিনিট পাঁচ-ছয় পরে তিনি ঘড়ির দিকে চাহিয়া কহিলেন, সন্ধ্যা হয়ে আসচে, এবার তাহলে আমি উঠি । র্তাহার সান্ধ্য-আহ্নিক, গোবিন্দের সেবা—এইসকল নিত্যকৰ্ত্তব্যের কোন কারণেই সময় লঙ্ঘন করা চলে না তাহা রাখাল জানিত। সে-ও ব্যস্ত হইয়া পড়িল। প্রৌঢ়কালে ব্ৰজবাবুর ইহাই যে প্রত্যহের প্রধান কাজ নতুন-বোঁ তাহা জানিতেন না। অ'চলে চোখ মুছিয়া ফেলিয়া বলিলেন, রেণুর বিয়ের কথাটা তো শেষ হোল না মেজকর্তা । ব্ৰজবাৰু বলিলেন, তুমি যখন চাও না তখন ও-বাড়িতে হবে না। নতুন বোঁ স্বস্তির নিশ্বাস ফেলিয়া কহিলেন, র্যাচলাম। ব্ৰজবাবু বলিলেন, কিন্তু বিয়ে তো বন্ধ রাখা চলবে না। স্বপাত্র পাওয়া চাই, দুটো খেতে-পরতে পায় তাও দেখা চাই। রাজু, তোমার তো বাবা অনেক বড় ঘরে যাওয়া-আসা আছে, তুমি একটি স্থির করে দিতে পারে না ? এমন মেয়ে তো কেউ সহজে পাবে না । রাখাল অধোমুখে মৌন হুইয়া রহিল। নতুন-বোঁ বলিলেন, এত তাড়াতাড়ির কি মেজকর্তা ? ব্ৰজবাবু মাথা নাড়িলেন,—সে হয় না নতুন-বোঁ । মির্দিষ্ট দিনে দিতেই হবে— দেশাচার অমান্য করতে পারবো না। তা ছাড়া, আরও অমঙ্গলের সম্ভাবনা । কিন্তু এর মধ্যে স্বপাত্র যদি না পাওয়া যায় ? পেতেই হবে। Wș