পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৪০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ হইতেছে। ভাল কথা তোমার সেই কানাকড়ির মূল্যের কথা ভুলিয়াই গিয়াছিলাম— আজ তাহাকে হঠাৎ পাইয়াছি। দুই-চারি দিনে তাহাকেও ঠিক ঠাক করিব। আমার ‘রামের মুমতি প্রভৃতির কপি শীঘ্রই পাঠাইব । একটু ভাল করিয়া ছাপাইলে ভাল হয় - অবত যা বুঝিবে তাই করিবে। ७हेबांब्र कांtछ भन शेि-भद९* Rangoon, 13, 3, 14. প্রমণ-পরপ্ত সন্ধ্যায় ফিরিয়াছি। রক্ত আমাশা সঙ্গে করিয়া আনিয়াছি। বেশ রোগটি, না ? তোমার কেমন শুনলাম, আমি নাই, এই মর্শ্বে হরিদাসবাবুকে জানাইবার জন্য টেলিগ্রাফ করা হইয়াছিল। বুদ্ধির কাজ করা হইয়াছিল। কিন্তু, ভূমি বুদ্ধিমান হরিদাসবাবুকে সে সংবা দাও নি কেন? তা হ’লে তিনি ত আমার চিঠি না পাওয়ার দরু", লেখা না পাওয়ার দরুণ দুঃখ করতেন না। আজ ২••, পেলাম। ভাল। ছোটগুলাও পাঠাচ্ছি। লোভে পড়েছি না কি, তাও আবার ভাবছি। শুনি সাহিত্যিকের মৃত্যু ইহাতেই ঘটে । হরিদাসবাবুকে বলিয়ো তিনটা ছোট গল্প যেন না ছাপান । এইবারের ছোট গল্পট (সম্ভব ভালই হবে ) এক ক’রে চারট। গল্প চতুষ্পদ নাম দিয়ে ছাপালে বেশ হবে, কি বল ? বিরাজ বে। লিখে অনেকটা জ্ঞান জন্মেছে। ভায়া, এবারে আর ফালে পা শীগগির দিচ্ছি না। এমন ক'রে এবার থেকে আট ঘাট বেঁধে লিখব যেন, প্রভাতবাবুও দোষ খুঁজে না পান। রামের মুমতি, বিন্ধুর ছেলে—ঐগুলোর ত আর দোৰ বার করা যায় না। হরিনাম ধেই করুক, লজ্জার খাতিরেও ভাল বলতে হবে। আমি 'হরিনাম গাইব । মেৰি • প্রমৰনাথ ভট্টাচাৰ্য্যকে লিখিত । 'ஆ';