পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৪০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পত্র-সঙ্কলন এতে কি হয়। বৈশাখের জন্য হরিদাসবাবুকে নিশ্চিন্তু হ’তে ব'লো। আমি কৰা দিচ্ছি। একটা বড় উপন্যাস 'গৃহদাহ নাম দিয়ে খানিকটা লিখেছি—এতেও ঐ শিক্ষা কাজে লাগবে। ফালে পা দেব না। বিরাজ বেী নিয়ে মানুষ ঐটুকু খুত পেয়েই হৈ চৈ ক’রে নিন্দে করবার সুযোগ পেলে-ও সুযোগ আর সাধ্যমত शिक्रि नीं । কেমন আছ ? ছেলে মেয়ে কেমন? গৃ-কেমন? ভায়া, পিসিমা—সব ভাল ত ? সম্ভব 20th April Start করব।--তোমার শরৎ। ৰি খাটুনি বাপ রে । রক্ত আমাশা হয়ে শাপে বর হয়েছে—আর যাচ্ছি না।* প্রমথনাথ ভট্টাচাৰ্য্যকে লিখিত। wo