পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষের পরিচয় রাখাল ও ব্রজবাবু উভয়েই সবিস্ময়ে উহার মুখের প্রতি চাহিল ; ব্ৰজবাবু বলিলেন, এ-কথাও তোমার মনে আছে নতুন-বোঁ ? সবিতা কহিলেন, আশ্চৰ্য্যই তো! কিন্তু দেরি করতে পারবে না বলে দিচ্চি। নইলে গোবিন্দর দোর-গোড়ায় গিয়ে এমনি হাঙ্গামা শুরু করবো যে ঠাকুরের মন্ত্ৰ পৰ্য্যম্ভ তুমি ভুলে যাবে। যাও, শাস্ত হয়ে পূজো করে গে, কোন ভাবনা আর তোমাকে ভাবতে হবে না । ফটিকের মা তেল লইয়া হাজির হইল। য়াখাল স্টোভ জালিয়া বার্লি চড়াইয়া দিয়া জিজ্ঞাসা করিল, আর দুধ নেই ক্ষটিকের মা ? না বাবু, কর্তা সবটা নষ্ট করে ফেলেচেন । তা হলে উপায় কি হবে ? রেণু খাবে কি ? নতুন-মা এবার একটু হাসিলেন, বলিলেন, দুধ না-ই থাকলো বাবা, তাতে ভয় পাবার আছে কি ? এ-বেলাটা বার্লিতে চলে যাবে। কিন্তু তুমি নিজে যেন কৰ্ত্তার মতো বালিটাও নষ্ট করে ফেলো না। না মা, আমি অতো বে-হিসেবি নয়। আমার হাতে কিছু নষ্ট হয় না। শুনিয়া নতুন-মা আবার একটু হাসিলেন, কিছু বলিলেন না। খানিক পরে সেখান হইতে উঠিয়া তিনি নীচে নামিয়া আসিলেন । উঠানের একধারে কল-ঘর, জলের শব্দেই চেনা গেল, খুজিতে হইল না। কবাট ভেজানো ছিল, ঠেলিতেই খুলিয়া গেল। ভিতরে ব্ৰজবাবু স্নান করিতেছিলেন, শশব্যস্ত হইয়া উঠিলেন, সবিতা ভিতরে ঢুকিয়া দ্বার রুদ্ধ করিয়া দিয়া কহিলেন, মেজকর্ত, তোমার সঙ্গে কথা আছে । বেশ তো, বেশ তো, চলো বাইরে যাই— সবিত কহিলেন, না, বাইরের লোকে দেখতে পাবে। এখানে একলা তোমার কাছে আজ আমার লজ্জা নেই। ব্ৰজবাবু জড়ো-সড়োভাবে উঠিয়া দাড়াইয়া কহিলেন, কি কথা নতুন-বোঁ ? সবিত কহিলেন, আমি এ বাড়ি থেকে যদি না যাই তুমি কি করতে পারে। জামায় ? ব্ৰজবাৰু তাহার মুখের পানে চাহিয়া হতবুদ্ধি হইয়া বলিলেন, তার মানে ? পবিতা বলিলেন, যদি না যাই তোমার স্বমুখে আমার গায়ে হাত দিতে কেউ পারবে না, পুলিশ ডেকে আমাকে ধরিয়ে দিতে তুমি পারবে না, পরের কাছে নালিশ জানানোও অসম্ভব, না গেলে কি করতে পারো আমার ? ব্ৰজবাৰু ভয়ে কাষ্ঠ হাসি হাসিয়া কহিলেন, কি যে ঠাট্ট করে নতুন-বে তার মাখমূও নেই। নাও সরো, দোর খোলো—দেরি হয়ে যাচ্চে। Խ ծ ১২শ-১১