পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐকান্ত রাজলক্ষ্মী সহস্তে মুখে কহিল, কি বকছিলুম শুনবে ? আজই ঘণ্টা-দুই পূৰ্ব্বে পাটনার ঠিকানায় লেখা অভয়ার চিঠি পেয়েচি। আগুনটা কি জান ? সেদিন প্লেগ বলে যখন সবে-পাতা স্কুখের ঘর-কন্নার দোর-গোড়ায় এসে দাড়িযেছিলে, তখন যে বস্তুটি নির্ভয়ে নিৰ্বিচারে তোমাকে ভিতরে ডেকে নিয়েছিল আমি তাকেই বলচি তার আগুন । তখন মুখের থেয়াল আর র্তীতে ছিল না। কর্তব্য বলে বুঝলে যে তেজ মানুষকে স্বমুখের দিকেই ঠেলে, দ্বিধায় পিছতে দেয় না, আমি তাকেই এতক্ষণ আগুন আগুন বলে বকে মবছিলুম। আগুনের আর এক নাম সৰ্ব্বভূক জানো না ? সে সুখ-দুঃখ দুই-ই টেনে নেয়—তার বাচ-বিচার নেই। তিনি আর একটা কথা কি লিখেচেন জানো ? তিনি রোহিণীবাবুকে সার্থক করে তুলতে চান। কারণ, তার বিশ্বাস, নিজের জীবনের সার্থকতার ভিতর দিয়াই শুধু সংসারের অপরের জীবনের সার্থকতা পৌছাতে পারে। আর ব্যর্থ হতে শুধু একটা জীবন একাকীই ব্যর্থ হয় না, সে আরও অনেকগুলো জীবনকে নানা দিক দিয়ে নিষ্ফল করে দিয়ে তবে যায়। খুব সত্যি না ? বলিযা হঠাৎ সে একটা দীর্ঘশ্বাস ফেলিয়া চুপ করিল। তারপরে দুজনে অনেকক্ষণ পৰ্যন্ত মৌন হইয়া রহিলাম। বোধ করি, সে কথার অভাবেই এখন আমার মাথার মধ্যে আঙ্গুল দিয়া কক্ষ চুলগুলা নিরর্থক চিরিয়া চিরিয়া বিপৰ্য্যস্ত করিয়া তুলিতে লাগিল। তাহার এ আচরণও একেবারে নূতন। সহসা কহিল, তিনি খুব শিক্ষিতা, না? নইলে এত তেজ হয় না । বলিলাম, হ্যা, যথার্থই তিনি শিক্ষিত রমণী। রাজলক্ষ্মী কহিল, কিন্তু একটা কথা তিনি আমাকে লুকিয়েচেন। র্তার মা হবার লোভটা কিন্তু চিঠির মধ্যে বারবার চাপা দিতে গেছেন। বলিলাম, এ লোভ তার আছে না কি ? কৈ আমি ত শুনিলি ? রাজলক্ষ্মী বলিয়া উঠিল, বট, এ লোভ আবার কোন মেয়েমানুষের নেই! কিন্তু তাই বলে বুঝি পুরুষমানুষের কাছে বলে বেড়াতে হবে! তুমি ত বেশ ! কহিলাম, তাহলে তোমারও আছে নাকি ? যাও—বলিয়া সে অকস্মাৎ লজ্জায় রাঙ্গ হইয়া উঠিল এবং পরক্ষণেই সেই আরক্ত মুখ লুকাইবার জন্ত শয্যার উপর ঝুঁকিয়া পডিল। তখন অস্তোন্মুখ স্বৰ্যরশ্মি পশ্চিমের খোলা-জানালা দিয়া ভিতরে প্রবেশ করিয়াছিল, সেই আরক্ত আভা তাহার মেঘের মত কালো চুলের উপর অপরূপ শোভায় ছড়াইয়া পডিল, এবং কানের হীরার দুল ছুটিতে নানাবর্ণের ছাতি বিকৃমিক্‌ করিয়া খেলা করিয়া ফিরিতে লাগিল। ক্ষণেক পরেই সে আত্মসংবরণ করিয়া সোজা হইয়া বসিয়া কহিল, কেন, আমার কি ছেলে-মেয়ে নেই যে লাভ হবে ? মেণেদের বিয়ে দিয়েচি, ছেলের বিয়ে দিতে సె -