পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ কম নয়। তাই সই। মরি-বাচি করে আট-আটটা পয়সা ফেলে দিয়ে নিলুম, কিন্তু এমনি অদেষ্ট দেখুন না যে, দোড়গোড়ায় এসে ভেঙে গেল ! রোগা মেয়েটার হাতে দিতে পারলুম না। বেটি কেঁদে বলবে, বাবা আমলে না। যা হোক টুকরোগুলো নিয়ে যাই, দেখিয়ে বলব, মা এ মাসের মাইনেট পেলে আগে তোর পুতুল কিনে তবে আমার অন্য কাজ। বলিয়া সমস্তগুলি কুড়াইয়া সযত্নে তাহার খুটে বাধিয়া কহিল, আপনার স্ত্রীর বোধ হয় বডড লেগেচে—আমি দেখতে পাইনি। লোকসানকে লোকসানও হ’লো, গাড়িটাও পেলুম না—পেলে তবুও রোগা মেয়েটাকে আধঘণ্ট। আগে গিয়ে দেখতে পেতুম। বলিতে বলিতে ভদ্রলোকটি পুনরায় প্লাটফরমের দিকে প্রস্থান করিল। বন্ধু পাড়েজীকে লইয়া কি-একটা প্রয়োজনে অন্যত্র চলিয়া গেল ; আমি হঠাৎ ফিরিয়া চাহিয়া দেখি, শ্রাবণের ধাবার মত রাজলক্ষ্মীর দুই চক্ষু অশ্রজলে ভাসিয়া যাইতেছে। ব্যস্ত হইয়া কাছে গিয়া জিজ্ঞাসা করিলাম, খুব লেগেচে না কি ? কোথায় লাগল। " রাজলক্ষ্মী আঁচলে চোখ মুছিয়া চুপিচুপি কহিল, হ্যা, খুবই লেগেচে–কিন্তু সে এমন জাগায় যে, তোমার মত পাষাণের দেখবারও জো নেই, বোঝবারও জো নেই। $8 প্রমান বন্ধুকে কেন যে বাধ্য হইয়া আমাদের জন্য একটা স্বতন্ত্র গাড়ি রিজার্ভ করিতে হইয়াছিল এই খবরটা তখন তাহার কাছে আমি লইতেছিলাম, তখন রাজলক্ষ্মী কান পাতিয়া শুনিতেছিল। এখন সে একটু অন্যত্র যাইতে রাজলক্ষ্মী নিতান্ত গায়ে পড়িয়াই আমাকে শুনাইয়া দিল যে, নিজের জন্য বাজে খরচ করিতে সে যত নারাজ, ততই তাহার ভাগ্যে এই সকল বিড়ম্বন ঘটে। সে কহিল, সেকেণ্ড ক্লাশ ফাস্ট ক্লাশে গেলেই যদি ওদের তৃপ্তি হয়, বেশ ত তাও ত আমাদের জন্যে মেয়েদের গাড়ি ছিল ? কেন রেল কোম্পানীকে মিছে এতগুলো টাকা বেশী দেওয়া । বন্ধুর কৈফিয়তের সঙ্গে তাহার মায়ের এই মিতব্যয়-নিষ্ঠায় বিশেষ কোন সামঞ্জস্য দেখিতে পাইলাম না ; কিন্তু সে কথা মেয়েদের বলিতে গেলে কলহ বাধে। অতএব চুপ করিয়া শুনিয়া গেলাম ; কিছুই বলিলাম না। প্লাটফরমে একখানি বেঞ্চের উপর বসিয়৷ সেই ভদ্রলোকটি ট্রেনের জন্য অপেক্ষা করিতেছিলেন। স্বমুখ দিয়া যাইবার সময় জিজ্ঞাসা করিলাম, কোথায় যাবেন ? লোকটি কহিলেন, বৰ্দ্ধমান। একটু অগ্রসর হইতেই রাজলক্ষ্মী আমাকে চুপিচুপি বলিল, তা হলে ত উনি ete