পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ মুখের প্রতি দৃষ্টপাত করিয়া বলিলেন, মেয়েটি কে শ্ৰীকান্ত ? যেন চিনি চিনি মনে হচ্ছে । ডাক্তারবাবু প্রায় সঙ্গে সঙ্গে বলিয়া উঠিলেন, ছোটখুড়ে, আমারও যেন মনে হচ্ছে একে কোথায় দেখেচি। আমি আড়চোখে চাহিয়া দেখিলাম, রাজলক্ষ্মীর সমস্ত মুখ যেন মড়ার মত ফ্যাকাশে হইয়া গেছে। সেই নিমেষেই কে যেন আমার বুকের মধ্যে বলিয়া উঠিল, শ্ৰীকান্ত, এই সৰ্ব্বত্যাগী মেয়েটি শুধু তোমার জন্যেই এই দুঃথ স্বেচ্ছায় মাথায় তুলিয়া লইয়াছে। একবার আমার সর্বদেহ কণ্টকিত হইয়া উঠিল, মনে মনে বলিলাম, আমার সত্যে কাজ নাই, আজ আমি মিথ্যাকেই মাথায় তুলিয়া লইব । এবং পরক্ষণেই তাহার হাতের উপর একটি চাপ দিয়া কহিলাম, তুমি স্বামীর সেবা করতে এসেচ, তোমার লজ্জা কি রাজলক্ষ্মী ! ঠাকুরদা, ডাক্তারবাবু এদের প্রণাম কর । পলকের জন্যে দুজনের চোখাচোথি হইল, তাহার পরে সে উঠিয়া গিয়া ভূমিষ্ট হুইয়া উভয়কে প্রণাম করিল। չԳեր