পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ নাই । তার পর রমাদের বাড়িতে বেণীর সাক্ষাতে এবং অসাক্ষাতে তাহার মাসীর নিয়তিশয় কঠিন তিরস্কারে সে নিশ্চয় বুঝিয়া আসিয়াছিল, এ গ্রামে আপনার বলিতে তাহার আর কেহ নাই। বিশ্বেশ্বরী রমেশের মুখের প্রতি মুহূর্তকাল চাহিয়া থাকিয়া বলিলেন, ছি বাবা, এ সময়ে শক্ত হ’তে হয়। তাহার কণ্ঠস্বরে কোমলতার আভাসমাত্র যেন ছিল না। রমেশ নিজেকে সামলাইয়া ফেলিল। সে বুঝিল যেখানে অভিমানের কোন মৰ্য্যাদা নাই, সেখানে অভিমান প্রকাশ পাওয়ার মত বিড়ম্বনা সংসারে অল্পই আছে। কহিল, শক্ত আমি হয়েচি জ্যাঠাইম! তাই যা পারতুম নিজেই করতুম, কেন তুমি আবার এলে ? জ্যাঠাইমা হাসিলেন। কহিলেন, তুষ্ট ত আমাকে ডেকে আনিসনি রমেশ, যে, তোকে তার কৈফিয়ত দেব ? তা শোন বলি। কাজকৰ্ম্ম হবার আগে আর আমি ভাড়ার থেকে খাবার-টাবার কোন জিনিস বা’র হতে দেব না ; যাবার সময় ভাড়ারের চাবি তোর হাতেই দিয়ে যাব, আবার কাল এসে তোর হাত থেকে নেব। আর কারু হাতে দিসনি যেন । ই রে, সেদিন তোর বড়দার সঙ্গে দেখা হয়েছিল ? প্রশ্ন শুনিয়া রমেশ দ্বিধায় পড়িল। সে ঠিক বুঝিতে পারিল না, তিনি পুত্রের ব্যবহার জানেন কি না । ভাবিয়া কহিল, বড়দা তখন ত বাডি ছিলেন না। প্রশ্ন করিয়াই জ্যাঠাইমার মুখের উপর একটা উদ্বেগের ছায়া আসিয়া পড়িয়া ছিল ; রমেশ স্পষ্ট দেখিতে পাইল, তাহার এই কথায় সেই ভাবটা যেন কাটিয়া গিয়া মুখখানি প্রসন্ন হইয়া উঠিল। হাসিমুখে সস্নেহে অন্তযোগের কণ্ঠে বলিলেন, আ আমার কপাল! এই বুঝি? ই রে, দেখা হয়নি বলে আর যেতে নেই ? আমি জানি রে, সে তোদেব উপর সস্তুষ্ট নয় ; কিন্তু তোর কাজ ত তোর করা চাই। যা একবার ভাল করে বল গে যা বমেশ ! সে বড় ভাই, তার কাছে হেঁট হ’তে তোর কোন লজ্জা নেই। তা ছাড়া এটা মানুষের এমনি দুঃসময় বাবা যে, কোন লোকের হাতেপায়ে ধরে মিটমাট করে নিতেও লজ্জা নেই। লক্ষ্মী-মানিক অামার, যা একবার —এখন বোধ হয় সে বাড়িতেই আছে। রমেশ চুপ করিয়া রহিল। এই আগ্রহাতিশয্যের হেতুও তাহার কাছে স্বম্পষ্ট হইল ন, মন হইতে সংশয়ও ঘূচিল না। বিশ্বেশ্বরী আরও কাছে সরিয়া আসিয়া মৃত্যুম্বরে কহিলেন, বাইরে যার বসে আছেন, তাদের আমি তোর চেয়ে ঢের বেশী জানি। র্তাদের কথা শুনিসনে। আয় আমার সঙ্গে, তোর বড়দার কাছে একবার যাবি চল। রমেশ ঘাড় নাড়িয়া বলিল, না জ্যাঠাইমা, সে হয় না। আর বাইরে ধারা বসে আছেন, তারা যাই হোন তারাই আমার সকলের চেয়ে আপনার । >8邨