পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পল্লী-সমাজ সে আরও কি কি বলিতে যাইতেছিল, কিন্তু হঠাৎ জ্যাঠাইমার মুখের প্রতি লক্ষ্য করিয়া সে মহাবিস্ময়ে চুপ করিল। তাহার মনে হইল, জ্যাঠাইমার মুখখানি যেন সহসা চারিদিকের সন্ধ্যার চেয়েও বেশী মলিন হইয়া গেল। খানিক পরে তিনি একটা নিশ্বাস ফেলিয়া বলিলেন, আচ্ছা, তবে তাই । যখন তার কাছে যাওয়া হতেই পারবে না, তখন আর সে নিয়ে কথা কয়ে কি হবে। যা হোক, তুই কিছু ভাবিসনি বাবা, কিছুই আটকাবে না। আমি আবার খুব ভোরেই আসবে। বলিয়া বিশ্বেশ্বরী র্তাহার দাসীকে ডাকিয়া লইয়া খিড়কির দ্বার দিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেলেন ; বেণীর সহিত রমেশের ইতিমধ্যে দেখা হইয়া যে একটা কিছু হইয়া গিয়াছে, তাহ তিনি বুঝিলেন। তিনি যে পথে গেলেন, সেই দিকে চাহিয়া কিছুক্ষণ নিঃশব্দে দাড়াইয়া থাকিয়া রমেশ মানমূখে যখন বাহিরে আসিল, তখন গোবিন্দ ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিলেন, বাবাজী, বড়গিন্নী এসেছিলেন, না ? রমেশ ঘাড় নাড়িয়া বলিল, হঁ । শুনলুম ভাড়ার বন্ধ করে চাবি নিয়ে গেলেন, না ? রমেশ তেমনি মাথা নাড়িয়া জবাব দিল। কারণ, অবশেষে কি মনে করিয়া তিনি যাইবার সময় ভাড়ারের চাবি নিজেই লইয়া গিয়াছিলেন। গোবিন্দ কহিলেন, দেখলে ধৰ্ম্মদাসদা, যা বলেচি তাই। বলি মতলবটা বুঝলে বাবাজী ? রমেশ মনে মনে অত্যন্ত ক্রুদ্ধ হইল। কিন্তু নিজের নিরুপায় অবস্থা স্মরণ করিয়া সহ করিয়া চুপ করিয়া রহিল। দরিদ্র দীক্ষ ভট্চায তখনও যান নাই। কারণ তাহার বুদ্ধি-বৃদ্ধি ছিল না। ছেলেমেয়ে লইয়া যাহার দয়ায় পেট ভরিষা সন্দেশ খাইতে পাইয়াছিল, তাহাকে আন্তরিক দুটা আশীৰ্ব্বাদ না করিয়া, সকলের সম্মুখে উচ্চকণ্ঠেতাহার সাত-পুরুষের স্তব-স্তুতি না করিয়া আর ঘরে ফিরিতে পারিতেছিলেন না। সে ব্রাহ্মণ নিরীহভাবে বলিয়া ফেলিল, এ মতলব বোঝ। আর শক্ত কি ভায়া ? তালাবন্ধ করে চাবি নিয়ে গেছেন, তার মানে ভাড়ার আর কারো হাতে না পড়ে। তিনি সমস্তই ত জানেন । গোবিন্দ বিরক্ত হইয়াছিলেন ; নিৰ্ব্বোধের কথায় জলিয়া উঠিয়া তাহাকে একটা ধমক দিয়া কহিল, বোঝে না সোঝে না, তুমি কথা কও কেন বল ত ? তুমি এ-সব ব্যাপারের কি বোঝে যে মানে করতে এসেচ ? ধমক খাইয়া দীক্ষর নির্বুদ্ধিতা আরও বাড়িয়া গেল। সেও উষ্ণ হইয়া জবাব দিল, আরে এতে বোঝাবুঝিটা আছে কোনখানে ? শুনচ না, গিনীমা স্বয়ং এসে ভাড়ার বন্ধ করে চাবি নিয়ে গেছেন। এতে কথা কইবে আবার কে ? গোবিন্দ আগুন হইয়া কহিল, ঘরে যাও না ভট্চায। যে জন্তে ছুটে এসেছিলে ›8ፃ