পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/১৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృa মাস-তিনেক পরে একদিন সকালবেলা তারকেশ্বরেব যে পুষ্করিণীটিকে দুধ-পুকুৰ বলে, তাহারই সিড়ির উপর একটি লমণীর সহিত রমেশের একেবারে মুখোমুখি দেখা হইয় গেল। ক্ষণকালের জন্য সে এমনি অভিভূত হইয়া অভদ্রভাবে তাহার অনাবৃত মুখের পানে চাহিবা দাডাইযা বহিল যে, তৎক্ষণাৎ পথ ছাড়িযা সরিয়া যাইবার কথা মনে হহল না। মেযেটিব ব্যস বোধ কবি কুড়ির অধিক নয় । স্নান করিয়৷ উপবে উঠিতেছিল । তাড়াতাড়ি হাতেব জলপূর্ণ ঘটিটি নামষ্টিয ধাখিয়া সিক্ত বসনতলে দুহ বহু বুকের উপব জড করিষা মাথা ষ্টেট কবিয়। মুম্বুকণ্ঠে কহিল, আপনি এখানে যে ? বমেশিব বিস্ময়েব অবধি ছিল না , কিন্তু তাহার বিহবশতা ঘুচিযা গে। এক পাশে সরিয়া দাডাইয়া জিজ্ঞাসা কবিল, আপনি কি আমাকে চেনেন ? মেযেটি কহিল, চিনি। আপনি কখন তারকেশ্বলে এলেন ? রমেশ কাহল, আজই ভোরবেলা। অামাব মীমাব বাডি থেকে মেয়েদের আসবাব কথা ছিল, কিন্তু তারা আসেননি । এখানে কোথায আছেন ? বমেশ কহিল, কোথাও না। আমি আর কখনো এখানে আসিনি। কিন্তু আজকেব দিনটা কোনমতে কোথাও অপেক্ষা করে থাকতেই হবে । যেখানে হোক একটা আশ্রয় খুজে নেব । সঙ্গে চাকর আছে ত ? না, আমি একাই এসেছি । বেশ যা হোক, বলিয়া মেযেটি হাসিয়৷ হঠাৎমুখ তুলিতেই আবার দুজনের চোখাচোথি হইল। সে চোখ নামাইয়া লইয়া মনে মনে বোধ করি একটু ইতস্ততঃ করিয়া শেষে কহিল, তবে আমার সঙ্গেই আম্বন , বলিয়া ঘটিটি তুলিয়া লইয়া অগ্রসর হইতে উষ্ঠত হইল । রমেশ বিপদে পড়িল । কহিল, আমি যেতে পারি, কেন না, এতে দোষ থাকলে আপনি কখনই ডাকতেন না। আপনাকে আমি যে চিনি না, তাও নয়, কিন্তু কিছুতেই স্মরণ করতে পাচ্ছিনে। আপনার পরিচয় দিন । তবে মন্দিবের বাইরে একটু অপেক্ষা করুন, আমি পুজোট সেরে নিই। পথে যেতে যেতে আমার পরিচয় দেব, বলিয়া মেয়েটি মন্দিরের দিকে চলিয়া গেল । রমেশ BBB BB BBB BBB S BB BBB BBB BBB BBB BB BBB BBB ֆ Պք