পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ করিয়া বাহিরে আসিতে চাহিতেছিল ; তাহার মুখ, গঠন, প্রতি পদক্ষেপ পর্য্যস্ত রমেশের পরিচিত ; অথচ বহুদিন-রুদ্ধ স্থতির কবাট কোনমতেই তাহাক পথ ছাড়িয়া দিল না। : আধ-ঘণ্টা পরে পূজা সারিয়া মেয়েটি আবার যখন বাহিরে আমিল রমেশ আর একবার তাহার মুখ দেখিতে পাইল ; কিন্তু তেমনিই অপরিচয়ের দুর্জেষ্ঠ প্রাকারের বাহিরে দাড়াইয়া রছিল। পথে চলিতে চলিতে রমেশ জিজ্ঞাসা করিল, সঙ্গে আপনার আত্মীয় কেউ নেই ? মেয়েটি উত্তর দিল, না । দাসী আছে, সে বাসায় কাজ করচে। আমি প্রায়ই এখানে আসি, সমস্ত চিনি। কিন্তু আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন কেন ? মেয়েটি খানিকক্ষণ চুপ করিয়া পথ চলিবার পরে বলিল, নইলে আপনার খাওয়াদাওয়ার ভারী কষ্ট হ’ত । আমি রমা। সম্মুখে বসিয়া আহার করাষ্টয়া পান দিয়া বিশ্রামের জন্য নিজের হাতে সতরঞ্চি পাতিয়া দিয়া রমা কক্ষান্তরে চলিয়া গেল। সেই শয্যায় গুইয়া পড়িয়া চক্ষু মুদিয়া রমেশের মনে হইল, তাহার এই তেইশ বর্ষব্যাপী জীবনটা এই একটা বেলার মধ্যে যেন আগাগোড়া বদলাইয়া গেল। ছেলেবেলা হইতেই তাহার বিদেশে পরাশ্রয়ে কাটিয়াছে। খাওয়াটার মধ্যে ক্ষুন্নিবৃত্তির অধিক আর কিছু যে কোন অবস্থাতেই থাকিতে পারে ইহা সে জানিতই না। তাই আজিকার এই অচিন্তনীয় পরিতৃপ্তির মধ্যে তাহার সমস্ত মন বিস্ময়ে মাধুর্ঘ্যে একেবারে ডুবিয়া গেল। রমা বিশেষ কিছুই এখানে তাহার আহারের জন্য সংগ্ৰহ করিতে পারে নাই। নিতান্ত সাধারণ ভোজ্য ও পেয় দিয়া তাহাকে খাওয়াইতে হষ্টয়াছে। এই জন্য তাহার বড় ভাবনা ছিল পাছে তাছার খাওয়া না হয় এবং পরের কাছে নিন্দা হয় । হায় রে পর ! হায় রে তাদের নিনা ! খাওয়া না হইবার দুর্তাবনা যে তাহার নিজের কত আপনার এবং সে যে তাহার অস্তরের অন্তরতম গহবর হইতে অকস্মাৎ জাগিয়া উঠিয়। তাহার সর্ববিধ দ্বিধা-সঙ্কোচ সজোরে ছিনাইয়া লইয়া, এই খাওয়ার জায়গায় তাহাকে ঠেলিয়। পাঠাইয়া দিয়াছিল, এ-কথা কেমন করিয়া আজ সে তাহার নিজের কাছে লুকাইয়। রাখিবে। আজ ত কোন লজ্জার বাধাই তাঁহাকে দূরে রাখিতে পারিল না! এই আহাৰ্য্যের স্বল্পতার ক্রটি শুধু যত্ব দিয়া পূর্ণ করিয়া লইবার জন্যই সে স্বমুখে আসিয়া বসিল। আহার নিৰ্ব্বিয়ে সমাধা হইয়া গেলে গভীর পরিতৃপ্তির যে নিশ্বাসটুকু কুমার নিজের বুকের ভিতর হইতে বাহির হইয়া জাসিল, তাহ রমেশের নিজের চেয়েও কত বেদী, তাহা আর কেছ যদি না জানিল, যিনি সব জানেন তাহার কাছে ত গোপন রছিল না। দিবানিদ্র রমেশের অভ্যাস ছিল না । তাহার স্বমুখের ছোট জানালার বাহিরে פי שג