পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পল্লী-সমাজ বরঞ্চ মুরুবিদের বিচার-ফাই সন্তুষ্ট অসন্তুষ্ট যেভাবেই হোক, গ্রহণ করিতে চেষ্ট কবে । বিশেষতঃ বিপদের দিনে পরস্পরের সাহায্যার্থে এরূপ সৰ্ব্বাস্ত;করণে অগ্রসর হইয আমিতে রমেশ ভদ-অভদ্র কোন হিন্দু গ্রামবাসীকেই দেখে নাই। একে ত জাতিভেদের উপর রমেশের কোন দিনই আস্থা ছিল না, তাহতে এই দুই গ্রামের অবস্থা পাশাপাশি তুলনা কবিয়া তাহার অশ্রদ্ধা শতগুণে বাড়িয়া গেল। সে স্থির করিল, হিন্দুদিগের মধ্যে ধৰ্ম্ম ও সামাজিক অসমতাই এষ্ট হিংসা দ্বেষেব কারণ । অথচ মুসলমানমাত্রই ধৰ্ম্ম সম্বন্ধে পরম্পর সমান, ওই একও1র বন্ধন ঠহাদের মত হিন্দুদের না, এব হইতে ও পারে না। আর জাতিভেদ নিবারণ বধিবার কোন উপায যখন নাই, এমনকি হহাব প্রসঙ্গ উথাপন কবও যখন পল্লীগ্রামে একরূপ অসম্ভব, তখন কলহ বিবাদের লাঘব বর্ষি সখ্য ও প্রতি সংস্থাপনে প্রযস্থ ব বাও BBB S BBBBS B BBS BBB BBS BB BBBB BBB BB BB BB BBS BBB BBBBBBS BBB BBB BBB BBBBS BBB BBB BBBS BBB BBBB BBB BBBS BBBS gg B BBBBBB BBB SBBB BBSBBBB এবং এমনি করিয়াই চিরদিন কাঢহতে বাধ্য । ইহঁদের ভালো কোন দিন কোনমতেই হইতে পারে না। কিন্তু কথাটা পাক করিয়া লওয়া ত চাহ । নানা কবিণে অনেক দিন ইষ্টতে তাহাব জ্যাঠাইমার সঙ্গে দেখা হয নাই । সেই মারামাবির পব হইতে কতকটা হচ্ছা করিয়াহ সে সেদিকে যায নাই । আজ ভোবে BBB BB BBBB BB BBB BBBBB BBB BBBBS BBBBB BB ও অভিজ্ঞতাব উপব তাছাপ এমন বিশ্বাস ছিল যে, সে কথা তিনি নিজেও জানিতেল না। রমেশ একটুখানি আশ্চৰ্য্য ছহযই দেখিল, জ্যাঠাষ্টম এত প্রতুধের স্নান করিযা প্রস্তুত হইয়া সেই অস্পষ্ট আলোকে ঘরেব মেঝেয় বসিয। চোখে চশমা অঁাটিয়া একখানি বই পড়িতেছেন। তিনি ও বিস্মত বাম লেন না । খটখনি বন্ধ করিয়া তাহাকে আদর কবিধ ঘরে ডাকি যা বসাইগেন এবং মুখপানে চাহিয়। জিজ্ঞাস করিলেন, এত সকালেহ যে বে ? রমেশ কহিল, অনেক দিন তোমাকে দেখতে পাহনি জ্যাঠাহমা । আমি পিরপুরে একটা স্কুল করাচ। বিশ্বেশ্বরী বলিলেন, শুনেচি । কিন্তু আমাদের স্কুলে আর পড়াতে যাস্নে কেন বল ত ? রমেশ কহিল, সেই কথাই বলতে এসেচি জ্যাঠাইম। এদের মঙ্গলের চেষ্টা করা শুধু পওশ্রম। যারা কেউ কারো ভাল দেখতে পারে না, অভিমান অহঙ্কাব যাদেৰ এত বেশী, তাদের মধ্যে থেটে মরায় লাভ কিছুই নেই, শুধু মাঝ থেকে নিজেরই শক্ৰ বেড়ে ওঠে । ববং মাদেব মঙ্গলের চেঃযি সত্যকারের মঙ্গল হবে, আমি সেইখানেই পরিশ্রম করব। ኃ? »