পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नब्र९-नॉझिडा-नर6यह তাদের সব দিকে শুধরে রেখেচে । একটা কথা বলি রমেশ, পিয়পুরে খবর নিলে শুনতে পাবি, জাফর বলে একটা বড়লোককে তারা সবাই একঘরে করে রেখেছে : সে তাব বিধবা সৎমাকে খেতে দেয় না বলে। কিন্তু আমাদের এই গোবিন্দ গাজুলী সেদিন তার বিধবা বড়ভাজকে নিজের হাতে মেরে আধমরা করে দিলে, কিন্তু সমাজ থেকে তার শাস্তি হওয়া চুলোয় যাক, সে নিজেই একটা সমাজের মাথা হয়ে বসে আছে। এ-সব অপবাধ আমাদের মধ্যে শুধু ব্যক্তিগত পাপ-পুণ্য, এর সাজা ভগবান ইচ্ছা হয় দেবেন, না হয় না দেবেন, কিন্তু পল্লী-সমাজ তাতে ভ্ৰক্ষেপ করে না। এই নৃতন তথ্য শুনিষ একদিকে বমেশ যেমন অবাক হইয়া গেল, অন্যদিকে তাহার মন ইহাকেই স্থির-সত্য বলিয়া গ্রহণ করিতে দ্বিধা করিতে লাগিল। বিশ্বেশ্বরী তাহা যেন বুঝিয়াই বলিলেন, ফলটাকেও উপায় বলে ভুল করিস নে বাবা ! যে জন্যে তোর মন থেকে সংশয় যুচতে চাইচে না, সেই জাতের ছোট-বড় নিয়ে মারামারি করাটা উন্নতির একটা লক্ষণ, কারণ নয় রমেশ । সেটা সকলের আগে না হলেই নয়, মনে করে যদি তাকে নিয়েষ্ট নাড়াচাডা করতে যাস্, এদিক-ওদিক দুদিক নই হযে যাবে। কথাটা সত্যি কি না যদি যাচাই করতে চাস রমেশ, শহরের কাছাকাছি দু-চারখানা গ্রাম ঘুরে এসে তাদেব সঙ্গে তোর এই কুঁয়াপুরকে মিলিয়ে দেখিস —আপনি টের পাবি ! কলিকাতার অতি নিকটবৰ্ত্তী দু-একখানা গ্রামেব সহিত রমেশব ঘনিষ্ঠ পরিচয় ছিল। তাঁহারই মোটামুটি চেহারাটা সে মনে মনে দেখিয়া লইবার চেষ্টা করিতেষ্ট অকস্মাৎ তাহার চোখেব উপব হইতে যেন একটা কালো পর্দ উঠিয়া গেল এবং গতীয় সম্রম ও বিস্ময়ে চুপ করিয়া সে বিশ্বেশ্বরীল মুখের পানে চাহিয়া বহিল। তিনি কিন্তু সেদিকে কিছুমাত্র লক্ষা না করিয়া নিজের পূর্বাহুবৃত্তিকাপ ধীরে ধীরে বলিতে লাগিলেন, তাই ত তোকে বাব বার বলি বাবা, তুষ্ট যেন তোর জন্মভূমিকে ত্যাগ করে যাস নে। তোর মত বাইরে থেকে যাবা বড় হতে পেরেচে, তারা যদি তোর মতই গ্রামে ফিবে আসত, সমস্ত সম্বন্ধ বিচ্ছিন্ন কবে চলে না যেত, পল্লীগ্রামের এমন দুরবস্থা হতে পারত না । তারা কখনই গোবিন্দ গাঙ্গুলীকে মাথায় তুলে নিয়ে তোকে দূরে সরিয়ে দিতে পারত না। রমেশের রমার কথা মনে পড়িল। তাই আবার অভিমানের স্বরে কহিল, দূরে সয়ে যেতে আমারও আর দুঃখ নেই জ্যাঠাইমা । বিশ্বেশ্বরী এই স্বরটা লক্ষ্য করিলেন, কিন্তু হেতু বুঝিলেন না। কহিলেন, না রমেশ, সে কিছুতেই হতে পারবে না! যদি এসেচিল, যদি কাজ শুরু করেচি, মাকপথে ছেড়ে দিলে তোর জন্মভূমি তোকে ক্ষমা করবে না। কেন জ্যাঠাইমা, জন্মভূমি শুধু ত আমার একার নয় ? እቕመፀ