পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/২০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পল্লী-সমাজ গচ্ছিত না করিয৷ কথাটি কহিবার জো নাই। মাথা খুঁডিয। মরিলেও কেহ তাহতে কর্ণপাত করিবে না। কিন্তু এত টাকা দরিদ্র ভৈরব কোথায পাইবে যে, তাহা জমা দিয়া এই মহা-অন্যাযের বিরুদ্ধে গুণযবিচার প্রার্থনা করিয়া আত্মরক্ষা করিবে । সুতরাং রাজার আইন, আদালত, জজ, ম্যাজিস্ট্রেট সমস্ত মাথার উপর থাকিলেও দবিন্দ্র প্রতিদ্বন্দ্বীকে নিঃশব্দে মথিতে হইবে, অথচ সমস্তই যে বেণী ও গোবিন্দ গাঙ্গুলার কাজ তাঁহাতে কাহাবও সন্দেহমাত্র নাই এবং এই অত্যাচাবেব যত বড দুৰ্গতি ভৈরবের অদৃষ্ট ঘটক, গ্রামের সকলেই চুপি চুপি জল্পনা করিয়া ফিলিবে, কিন্তু একটি লোকও মাথা উচু করিয়া প্রকাতে প্রতিবাদ করিবে না, কারণ তাহার কাগরে সাতেও থাকে BS KBB00 BB K BBBS BBB BBB BBS BBS BBB BB BBB BS BB নাই হোক, রমেশ কিন্তু আজ নিঃসংশযে বুঝিল, পল্লীবাসী দরিদ্র প্রজাব উপব অসঙ্কোচ অত্যাচার কবিবার সাহস ইহারা কোথায পয এবং কেমন করিষা পায এবং কেমন করিষা দেশের আইনকেই ইহার কসাষ্টযের ছুরির মত ব্যবহার করিতে পারে । স্বতরাং অর্থবল এবং কূটবুদ্ধি একদিকে যেমন তাহাদিগকে বাজার শাসন হইতে অব্যাহত দেয, মৃতসমাজও তেমনি অন্যদিকে তাহার দুস্কৃতিব কেন দগুবিধান করে না । তাই ইহারা সহস্ৰ অন্যায করিযও সত্যধৰ্ম্মবিহীন মুত পল্লী-সমাজের মাথায় পা দিযা এমন নিরুপদ্রবে এবং যথেচ্ছাচারে বাস করে । আজ তাহার জ্যাঠাইমার কথাগুলো বারংবার মনে পড়িতে লাগিল । সেদিন সেই যে তিনি মৰ্ম্মাস্তিক হাসি হাসিয়া বলিযাছিলেন, রমেশ চুলোয় যাক গে তোদের জাত-বিচারেব তাল-মন্দ ঝগড়াঝাটি, বাব, শুধু আলো মেলে দে ত্বে, শুধু আলো জেলে দে । গ্রামে গ্রামে লোক অন্ধকারে কানা হযে গেল , একবার কেবল তাদের চোখ মেলে দেখবাব উপায়ট করে দে বাবা । তখন আপনি দেখতে পাবে তার কোনটা কালো, কোনটা ধলে। তিনি আবও বলিয়াছেন, যদি ফিরেই এসেছিল বাবা, তবে চলে আর যাস্নে । তোবা মুখ ফিরিযে থাকিস বলেই তোদেব পল্লী-জননীর এই দুৰ্দ্দশা । সত্যহ ত । সে চলিখা গেলে ত ইহার প্রতিদারের লেশমাত্র উপায় থাকিত না । রমেশ নিশ্বাস ফেলিযা মনে মনে কহিল, হায় বে আমাদের গৰ্ব্বের ধন-বাঙলার শুদ্ধ, শাস্ত, ন্যাযনিষ্ঠ পল্পী-সমাজ ! একদিন হয়ত যখন ইহাব প্রাণ ছিল, তখন দুষ্ট্রের শাসন করিষা আশ্রিত নর-নারীকে সংসারযাত্রাব পথে নির্বিঘ্নে বহন করিয়া চলিবারও ইহার শক্তি ছিল । কিন্তু আজ ইহা মু৩, তথাপি অন্ধ পল্লীবাসীরা এই গুরুভার বিকৃত শবদেহটাকে পরিত্যাগ না করিয়া মিথ্যা মমতায় রাত্রিদিন মাথায বহিযা বহিয়া এমন দলের পয়-দিন ক্লাস্ত অবসন্ন ও নিজীব হইযা উঠিতেছে, কিছুতেই চক্ষু চাহিয়া দেখিতেছে না। যে বৃত্ত্ব بياو جة