পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পল্লী-সমাজ প্রতিঘাতেও সে স্নেহ যে আজিও মরে নাই, শুধু নিজীব অচৈতন্তের মত পড়িয়ছিল মাত্র, তাহ নিশ্চিত অতুভব কবিয়। সে নিজেও আজ বিস্মিত হইয় গেল । ক্ষণকাল চুপ করিয়া থাকিয় শেষে কহিল, কি তোমার অন্তরোধ ? রম চকিতের মত মুখ তুলিয়াই আবার অবনত কবিল। কহিল, যে বিষয়ট বড়দ তোমার সাহায্যে দখল করতে চাচ্চেন, সেটা আমার নিজের, অর্থাৎ আমার পোনর আনা, তোমাদের এক আনা , সেক্টটাই আমি তোমাকে দিযে যেতে চাই । রমেশ পুনর্বার উষ্ণ হইয়া উঠিল, কহিল, তোমার ভয় নেহ, আমি চুবি করতে পূৰ্ব্বেও কখনো কাউকে সাহায্য করিনি, এখনো করব না। আর যদি ধন করতেই চাও—তার জন্যে অন্য লোক আছে আমি দীন গ্রহণ করিনে । পূর্বের হইলে বম তৎক্ষণাৎ বলিয়া উঠি৩, মুখুয্যেদেব দান গ্রহণ করায় ঘোষালদের অপমান হয় না। আজ কিন্তু একথা তাহীর মুখ দিয়া বাহিপ হইল না । সে বিনীতভাবে কহিল, জানি রমেশদ, তুমি চাব কর৩ে সাহায্য করবে না। আব নিলেও যে তুমি নিজের জন্য নেবে না সেও আমি জানি। কিন্তু তাত নয়। দোষ করলে শাস্তি হয়। আমি যত অপলাধ করেচি, এটা তারই জরিমানা ব'লে কেল গ্রহণ কব না। রমেশ ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, তোমার দ্বিতীয অঞ্চবোধ ? কুমা কহিল, আমার যতীনকে আমি তোমাৰ হাতে দিযে গেলাম। তাকে তোমার BB BBB BB BBBS BB BBB B BB BBB BBB BBBB BBBB করতে পারে । রমেশের চিত্তের সমস্ত কঠোরতা বিগলিত হইয়া গেল ! বুম আচল দিয়া চোখ মুছিয়া কহিল, এ আমার চোখে দেখে যাবার সময় হবে না , কিন্তু আমি নিশ্চয় জানি যতীনের দেহে তার পূর্বপুরুষের রক্ত আছে। ত্যাগ করবার যে শক্তি তার অস্থিমজ্জায় মিশিয়ে আছে শেখালে হয় ত একদিন সে তোমার মতই মাথা উচু করে দাড়াবে। o রমেশ তৎক্ষণাৎ তাহার কোন উত্তর দিল না—জানালার বাহিরে জ্যোৎস্নাপ্লাবিত আকাশের পানে চাহিয়া রহিল । তাহার মনের ভিতরটা এমন একটা ব্যথায় ভরিয়া উঠিতেছিল, যাহার সহিত কোনদিন তাহার পরিচয় ঘটে নাই । বহুক্ষণ নি:শবে কাটার পরে রমেশ মুখ ফিরাহয়া কহিল, দেখ, এ সকলের মধ্যে আর আমাকে টেন না। আমি অনেক দুঃখ-কষ্টের পর একটুখানি আলোর শিখা জালতে পেরেচি ; তাই আমার কেবল ভয় হয় পাছে একটুতে তা নিবে যায়। রম কহিল, আর ভয় নেই রমেশদ, তোমার এ আলে। আর নিববে না। জ্যাঠাইম বলছিলেন, তুমি দূরে থেকে এসে বড় উচুতে বসে কাজ করতে চেয়েছিলে বলেই এত বাধা-বিঘ্ন পেয়েচ। আমরা নিজেদের দুর্গতির ভারে তোমাকে নাবিয়ে

\ర్సిరి

هجاسم جة