পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ এমন করিয়া বুকে করিয়া মানুষ করিয়াছিল বলিয়াই হরিমতি মায়ের মত অসঙ্কোচে দাদার বুকে মুখ রাখিয়া চুপ করিয়া বৃছিল। অদৃশ্বে পুরাতন বির গলা শোনা গেল—পুটি, বৌমা ডাকছেন, দুধ খাবে এস । হরিমতি মুখ তুলিয়া মিনতিব স্বরে বলিল, দাদা, তুমি বলে দাও না, এখন দুধ খাব না। কেন থাবে না দিদি ? হরিমতি বলিল, এখনও আমার একটুও ক্ষিদে পায়নি । নীলাম্বর হাসিয়া বলিল, সে আমি যেন বুঝলুম, কিন্তু যে গাল টিপে দেবে, সে ত বুঝবে না ! দাসী অলক্ষ্যে থাকিয়া আবার ডাক দিল, পুটি । নীলাম্বর তাহাকে তাড়াতাড়ি তুলিয়া দিয়া বলিল, মা, তুই কাপড় ছেড়ে দুধ থেয়ে জায় বোন, আমি বসে আছি। হরিমতি অপ্রসঙ্গ-মুখে ধীরে ধীয়ে চলিয়া গেল। সেই দিন পুরবেল বিরাজ স্বামীকে ভাত বাড়িয়া দিয়া অদূরে বসিয়া পড়িয়া বলিল, আচ্ছা, তুমিই বলে দাও, আমি কি দিয়ে রোজ রোজ তোমার পাতে ভাত দি ? তুমি এ খাবে না, সে থাবে না—শেষকালে কি না, মাছ পৰ্য্যন্ত ছেড়ে দিলে! নীলাম্বর থাইতে বসিয়া বলিল, এই ত এত তরকারি হয়েচে ! এত কত ! ঐ থোড়-বড়ি-খাড়া, আর খাড়া-বড়ি-থোড় ! এ দিয়ে কি পুরুষমানুষে খেতে পারে? এ শহর নয় যে, সব জিনিস পাওয়া যাবে ; পাড়াগ, এখানে সম্বলের মধ্যে ঐ পুকুরের মাছ—তাও কি না তুমি ছেড়ে দিলে ! পুটি, কোথায় গেলি ? বাতাস করবি আয়—ন, সে হবে না—আজ যদি একটি তাত পড়ে থাকে ত তোমার পায়ে মাথা খুড়ে মরব ! নীলাম্বর হাসিমুখে নিঃশকে আহার করিতে লাগিল। বিরাজ রাগিয়া বলিল, কি হাস, আমার গা জাল করে ! দিন দিন তোমার খাওয়া কমে আসছে—সে খবর রাখ ? গলায় হাড় বেরোবার জো হচ্চে, সে দিকে চেয়ে দেখ ? নীলাম্বর বলিল, দেখচি, ও তোমার মনের ভুল। বিরাজ কহিল, মনের ভুল ? তুমি গুনে একটি ভাত কম খেলে আমি বলে দিতে পারি, বৃত্তি-পরিমাণ রোগ হলে আমি গায়ে হাত দিয়ে ধরে দিতে পারি তা জান ? যা ত পুটি, পাখী রেখে রান্নাঘর থেকে তোর দাদার দুধ নিয়ে আয় । DBBB BBBB BBBS BBB BE DDtBBBS BBH BBBS TT BBBS গেল । 总糖刘