পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লিবাক্ত-বেী বিরাজ পুণরায় কহিল, ধৰ্ম্মকৰ্ম্ম করবার ঢেব সমষ আছে আজ ও-বাড়ির পিসীম। এসেছিলেন, শুনে বললেন, এত কম বযসে মাছ ছেড়ে দিলে চোখের জ্যোতি কমে যায়, গায়ের জোর কমে যায-ন না, সে হবে না, শেষকালে কি হ’তে কি হবে, তোমাকে মাছ ছাড়তে আমি দেব না। নীলাম্বর হাসিয়া ফেলিয়। বলিশ, আমাৰ হ যে তু বেশী ক'রে খাস্ত হ’লেষ্ট হকে। বিরাজ রাগিয়া গিয বলিল, হাড়ি-কেওডার মত আবার তুইতোকারি । নীলাম্বর অপ্রষ্ঠিভ হইযা বলিল, মনে থাকে না রে ছেলেবেলার অভ্যাস যে ে• চায় না—ক’ত তোর কাণ ম’লে দিয়েছি মনে আছে ? বিরাজ মুখ টিপিয়া হাসিয়া বলিল, মনে আবার নেই ? ছোটটি পেয়ে আমার উপর কম অত্যাচার করেচ তুমি। বাবাকে লুকিয়ে, মাকে লুকিযে আমাকে দিয়ে তুমি কত তামাক সাজিয়েছ। কত শযতান লোক তুমি । নীলাম্বর হো-হো করিয়া হাসিয়া উঠিল, আজও সেই সব মনে আছে , কিন্তু তখন থেকেই তোকে ভালবাসতাম। যিবাজ হাসি চাপিয়া বলিল, জানি , চুপ কব, পুটি আসচে। হরিমতি দুধের বাটি পাতে । কাছে রাখিয়া দিয়া পথ লইযা বাতাস করিতে লাগিল । বিবাজ উঠিয়া গিয়া হাত ধুইযা আসিয়া স্বামীর সন্নিকটে বসিয। পডিয়া বলিল, আমাকে পাখাটা দে পুটি--যা তুই খেলগে যা। পুটি চলিয়া গেলে, বিরাজ পাতাস করিতে করিতে বলিল, সত্যি বলচি—অত ছোটবেলায় বিযে হওয়া ভাল নয়। নীলাম্বর জিজ্ঞাসা করিল, কেন নয় ? আমি ত বলি মেযেদের খুব ছোটবেলায় বিয়ে হওয়াই ভাল । BBB BBS BDD BBBS BS BBB BBS BBBS BBB BS BBB BBBB হাতে পড়েছিলাম। তা ছাড়া, আমার দুই বজ্জাত জী-ননদ ছিল না—আমি দশ বছর থেকেই গিল্পী। কিন্তু আর পাঁচজণেব ঘরেও দেখছি ত, ঐ যে ছোটবেলা থেকে বকাঝকা, মার-ধোয় শুরু হয়ে যায়—শেষে বড় হলেও সে দোষ ঘোচে না বকা-ককা থামে না। সেই জন্যেই ত আমি আমার পুটির বিয়ের নামটি কারনে, নইলে পরশু৪ বাজেশ্বরীতলার ঘোষালদের বাড়ি থেকে ঘটকী এসেছিল , সৰ্ব্বাঙ্গে গয়না—হাজার টাকা নগদ—তবুও আমি বলি, না—আরও দু-বছর খাক । নীলাম্বর মুখ তুলিয়। মাশ্চর্ঘ্য হইয়া বলিল, তুই কি পণ নিয়ে মেয়ে ৰেচবি না কি রে ? বিরাজ বলিল, কেন নেব না ? আমার একটা ছেলে থাকলে টাকা দিঞ্জে মেয়ে ঘরে আনতে হ’ত না ? আমাকে তোমরা তিনশ টাকা দিয়ে কিনে আনান । 总编°