পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/২৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরাজ বে। বললুম তোমাকে, পুটির জামার অমন জায়গায় বিয়ে দিও নী—কিছুতেই কথা শুনলে না । নগদ যা ছিল গেল, আমার গায়ের গয়নাগুলো গেল, যদু মোড়লে । দরুন ভাঙ্গাটা বাধা পড়ল, দুখানা বাগান বিক্রি করলে, তার উপর এই দু’সন আজন্ম। বল আমাকে কি ক’রে তুমি জামায়ের পড়ার খরচ মাসে মাসে যোগাবে ? একটা কিছু হলেই পুটিকে খোট। সইতে হবে—সে আমার অভিমানী মেযে, কিছুতেই ৩েiণlং নিন্দে শুনতে পারবে না—শেষে কি হ’তে কি হবে, ভগবান জানেন—কেন তুমি এমন কাজ ৫ ".. ? নীলাম্বর মৌন হুইযা বহিল। বিরাজ বলিল, তা ছাড পুটিব ভাল কবতে গিয়ে দিনরাও ভেবে ভেবে শেষে তুমি কি আমার সৰ্ব্বনাশ করবে, সে হবে না। তাব চেয়ে এক কাজ কব, দু-পাচ বিঘে জমি বিক্রি কবে শ-পাচেক টাকা যোগাড় করে গলায় কাপড় দিয়ে জামায়ের বাপকে বল গে, এই নিয়ে আমাদের রেহান্স দিন মশাই, আমরা গরীব, গাব পাবব না । এতে ভাল-মন্দ পুটির অদৃষ্টে যা হয় হোক । তথাপি নীলাম্বর মৌন হইয়৷ রহিল । বিরাজ মুখের পানে চাহিয়া থাকিযা বলিল, পারবে না বলতে ? নীলাম্বর একটা নিশ্বাস ফেলিযা বলল, পারি, কিন্তু সবই য দ বিক্রি করে ফেল বিবাজ, আমাদের হবে কি ? বরাজ বলিল, হবে আবার কি ! বিষয় বাধা দিযে, মহাজনের স্বদ আর মুখনাড়া সহ করার চেয়ে এ ঢের ভাল। আমার একটা ছেলেপিলে নেহ ধে তার জন্যে ভাবনা —আমরা দু’টো প্রাণী—যেমন করে হোক চলে যাবেই। নিতান্ত না চলে, তুমি বোষ্টমঠাকুর ত আছই, আমি না হয় বোষ্টমী ষ্টয়ে পড়ব—দুজনে কাশী-বৃন্দাবন ক’রে বেড়াব। নীলাম্বর একটুখানি হাসিযা বালল, তুই কি করব, মন্দির। বাজাব ? ক্ট বাজাব । নেহাত না পারি তোমার ঝুলি ব’য়ে বেড়াতে পারব ৩ ? তোমার মুখের কৃষ্ণ নাম শুনে পশু-পক্ষী স্থর হয়ে দাড়ায়, আমাদের ছুটো প্রাণাঃ খাওয়া চলবে না ? চল, ঘরে চল, অন্ধকারে তোমার মুখ দেখতে পা৯নে । ঘবে আসিয়া বিরাজ স্বামীর মুখের কাছে প্রদীপ তুলিযা আনিয। ক্ষণকাল নিঃশবে চাহিয়া থাকয়া হাসি গোপন করিয়া বলিল, না, সাহস হয ন। এমন বোgমকে আর BBBB BBBB BBB KmB B BB BB0KBB KS SKK 000kk gBB BBB মরি সে ভাল । নীলাম্বর হাসিয়া উঠিল। বলিল, ওরে সেখানে শুধু বেষ্টমাই থাকে না, খোঃমও থাকে । বিরাজ বলিল, তা থাকৃ। একজন দুজন কেন, হাজার হাঙ্গর লক্ষ লক্ষ থাৎ, 象●》