পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/২৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ রাখিয়াছিল। এখন সে উদ্বিগ্ন হইয়া ভাবিতে লাগিল, বুঝি এই সমস্ত কথাই কেহ বিরাজকে শুনাইয়া গিয়াছে। সহসা বিরাজ মুখ তুলিয়া ঈষৎ হাসিল, কহিল, একটি কথা জিজ্ঞেস করব, সত্যি জবাব দেবে ? নীলাম্বর মনে মনে অধিকতত্ত্ব শঙ্কিত হইয়া বলিল, কি কথা ? বরাজের সমস্ত সৌন্দর্ঘ্যের বড় সৌন্দৰ্য্য ছিল তার মুখের হাস। সে সেই হাসি আর একবার হাসিয়া মুখপানে চাহিয়া বলিল, আচ্ছ, মামি কলে-কুষ্ঠিত নহ ত ? নীলাম্বর মাথা নাড়িয়া বলিল, না । যদি কালো-কুচ্ছত হুতুম, তাহলে আমাকে কি এত ভালবাসতে ? এই অদ্ভুত প্রশ্ন শুনিয়া যদিও সে কিছু বিস্মিত হইল, তথাপি একটা গুরুতর ভার তাব বুকের উপর হইতে যেন সহসা গড়াইয়া পড়িয়া গেল। ণে খুশী হইয়। হাসিয়া বলিল, ছেলেবেলা থেকে একটি পণমাম্বন্দরাকেই ভালবেসে এসেচ–ক করে বলব এখন, সে কালো-কুচ্ছিত চলে কি করুভূম ? বিরাজ দুই বাছ দ্বার স্বামীর কণ্ঠ বেষ্টন করিয়া আরও ধন্নকটে মুখ আনিয়া কহিল, আমি বলব কি করতে ? তা হলেও তুমি আমাকে এমনই ভালবাসতে ? তথাপি নীলাম্বর নিঃশব্দে চাহিয়া রহিল। বিরাজ বলিল, তুমি ভাবছ, কি করে জানলুম-না? এবার নীলাম্বর আস্তে আস্তে বলিল, ঠিক তাহ ভাবছি—কি করে জানলে ? বিরাজ গলা ছাড়িয়া দিয়া বুকের একধারে মাথা রাখিয়া শুইয়া পড়িয়া উপর দিকে চাহিয়া চুপি চুপি বলিল, আমার মন বলে দেয়। আমি তোমাকে যত চিনি, তুমি নিজেকে তত চেন না। তাই জানি, আমাকে তুমি এমনই ভালবাসতে । যা অন্যায়, যাতে পাপ হয়, এমন কাজ তুমি কখনও করতে পার না—স্ত্রীকে ভাল ন৷ বাসা অন্যায়, তাই আমি জানি, ধ’দ আমি কানা-খোড়াও হতুম, তবুও তোমার কাছে এমনই আদর পেতুম। নীলাম্বর জবাব দিল না । বিরাজ এক মুহূৰ্ত্ত স্থির থাকিয়া সহসা হাত বাড়াইয়া আন্দাজ করিয়া স্বামীর চোখের কোণে অঙ্গুলি দিয়া বলিল, জল কেন ? নীলাম্বর তাহার হাতটি সযত্নে সরাইয়া দিয়া ভারি গলায় বলিল, জানলে কি ক’রে ? বিরাজ বলিল, ভুলে যাও কেন যে, আমার নবছর বয়সে বিয়ে হয়েছে। স্কুলে ৰাও কেন যে, তোমাকে পেয়ে তবে আমি আমাকে পেয়েছি। নিজের গায়ে স্থাত দিয়েও কি টের পাও না যে, আমিও ঐ সঙ্গে মিশে আছি। ጳ¢ዐ