পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ বিরাজ ধড়মড় করিয়া উঠিয়া বসিয়া আঁচলে চোখ মুছিয়া বাহিরে আসিয়া দাড়াইল । সুন্দরী পুনরায় কছিল, উকুন জেলে দেব ? বিরাজ অস্পষ্টস্বরে বলিল, দে, তোদের জন্যে রণধতে হবে, আমি আর কিছু খাব না । ঝি বড় গলায় নীলাম্বরকে শুনাইয়া বলিল, তুমি কি মা, তবে রাত্তিরে খাওয়৷ একেবারে ছেড়ে দিলে ! না খেয়ে খেয়ে যে একেবারে আধখানি হয়ে গেলে ? বিরাজ তাহার কাত ধরিয়া টানিয়া রান্নাঘরের দিকে লইয়া গেল । জলপ্ত উচ্চনের আলো বিরাজের মুখের উপর পড়িয়াছিল। অদূরে বসিয়া সুন্দরী ZS BBtDS B DD BBBBBS DBBS BBBS BB BB BS BBB BB BBS আমি মাচুষের কখনও দেখিনি , এত রূপ রাজা-রাজড়ায় ঘয়েও নেই। বিরাজ তাহার দিকে মুখ ফিরাইয়া ঈষৎ বিরক্তভাবে বলিল, তুই রাজা-রাজডার ঘরের খবর রাখিস ? সুন্দরীর বয়স পয়ত্রিশ-ছত্রিশ। কপসী বলিয়া তাহারও এক সময়ে খ্যাতি ছিল, সে থ্যাতি আজিও সম্পূর্ণ লুপ্ত হয় নাই। সে বলিল, কবে তাহার বিবাহ হইয়াছিল, কবে বিধবা হইয়াছিল, কিছুই মনে পড়ে না, কিন্তু শুধবার সৌভাগ্য হইতে একেবারে বঞ্চিত হয় নাই। তাহাদের গ্রাম কৃষ্ণপুরে এ স্বখ্যাতিও তাহার ছিল। এখন হাসিয়া বলিল, রাজা-রাজড়ার ঘরের কতকটা খবর রাখি বৈ কি মা ! না হ'লে সেদিন তাকে বাট-পেট করুতুম ! এবার বিরাজ রীতিমত রাগ কবিল, বলিল, তুই যখন তখন ঐ কথাই বলিস্ কে. কুন্দরী ? তাদের যা খুশি বলেচে, তাতে বা কাট-পেটা করবি কেন ? আ আমাকেই বা না হ’ক শোনাবি কেন ? উনি রাগী মাহব, শুনলে কি বলবেন বল ত ? সুন্দরী অপ্রতিভ হইয়া বলিল, বাবু শুনবেন কেন মা ? এও কি একটা কথার মত কথা ? কথার মত কথা নয়, সে কথা তুই আমাকে বুঝিয়ে বলবি ? তা ছাড়া যা হয়েবয়ে চুকে শেষ হয়ে গেছে, সে কথা তোলবার দরকারই বা কি ? সুন্দরী খপ করিয়া করিয়া বলিল, কোথায় চুকে-বুকে শেষ হয়েছে মা ? কালও যে আমাকে ডাকিয়ে নিয়ে গিয়ে— বিরাজ রাগিয়া উঠিয়া বলিল, তুই গেলি কেন ? তুই আমার কাছে চাকরি করব, আর যে ডাকবে তার কাছে ছুটে যাবি ? তুই নিজে না সেদিন বললি, তার সব কলকাতায় চ’লে গেছেন ? মুন্দরী বলিল, সত্যি কথাই বলেছিলুম মা। মাস-দুই তারা চলে গিয়েছিলেন, আবার দেখচি সব এসেছেন। আর যাবার কথা যদি বললে মা, পিয়াদা ডাকতে 説盤切