পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরাজ-বে। আসিয়া বিরাজের হাত দুইটি ধরিয়া ফেলিয়া উদ্বিগ্ন-স্বরে বলিয়া উঠিল, সে হবে ন । বিরাজ, কখনও তোমার দেহ ভাল নেই । কি অমুখ হয়েচে বল—বলতেই হবে । বিরাজ ধীরে ধীরে হাত ছাড়াইবার চেষ্টা করিয়া বলিল, ছাড, লাগছে । লাগুক, বল কি হয়েছে ? বিরাজ শুষ্কভাবে একটুখানি হাসিয়া বলিল, কই কিছুষ্ট ত হয়নি, বেশ আছি । নীলাম্বর অবিশ্বাস করিয়া বলিল, না, কিছুতেই তুমি বেশ নাই। না হ’লে কখনও তুমি সেই কত বৎসরের পুরনো কথা তুলে আমার মনে কষ্ট দিতে না—বিশেষ যার জন্যে কতদিন কত মাপ চেয়েছি । আচ্ছ, আর কোন দিন বলব না, বলিয়া বিরাজ নিজেকে মুক্ত করিয়া ঈষৎ সরিয়া বসিল । নীলাম্বব তাহার অর্থ বুঝিল ; কিন্তু আর কিছু বলিল না। তারপর মিনিট দুই-তিন চুপ করিয়া বসিয়া থাকিয়া উঠিয়া গেল। রাত্রে প্রদীপের আলোকে বসিয়া বিরাজ চিঠি লিখিতেছিল । নীলাম্বর খাটের উপর শুইয়। নিঃশব্দে তাহাকে দেখিতে দেখিতে সহসা বলিয়া উঠিল, এ-জন্মে তোমার ত কোন দোষ-অপরাধ শত্রুতেও দিতে পারে না, কিন্তু তোমার পূৰ্ব্বজন্মের পাপ ছিল, না হ’লে কিছুতেই এমন হ’ত না ! বিরাজ মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, কি হ’ত না ? নীলাম্বর কহিল, তোমার সমস্ত দেহ-মন ভগবান রাজরাণীর উপযুক্ত করে গড়েছিলেন, কিন্তু— কিন্তু কি ? নীলাম্বর চুপ করিয়া রহিল। বিরাজ একমুহূর্ত উত্তরের আশায় থাকিয়া রুক্ষ স্বরে বলিল, এ খবর কখন তোমাকে ভগবান দিয়ে গেলেন ? নীলাম্বল্প কহিল, চোখ-কান থাকলে ভগবান সকলকেই খবর দেন । ছ। বলিয়া বিরাজ চিঠি লিখিতে লাগিল । নীলাম্বর ক্ষণকাল মৌন থাকিয়া বলিল, তখন বলছিলে, আমি কোন কথা তোমার শুনিনে, হয়ত তাই সত্যি, কিন্তু তা কি শুধু একলা আমারই দোষ ? বিরাজ আবার মুখ তুলিয়া চাহিল, বলিল, বেশ ত, আমার দোষটাই দেখিয়ে দাও ? নীলাম্বর বলিল, তোমার দোষ দেখাতে পারব না ; কিন্তু আজ একটা সত্য কথা বলব। তুমি নিজের সঙ্গে অপরের তুলনা করে দেখ ; কিন্তু এটা ত একবার 歌姆帧 ३ध्न-७♚