পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/২৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

موا তবুও নীলাম্বর ভাবিতেছিল—এ কথা বিরাজ মুখে আনিল কি করিয়া ? সে তাহাকে মার-ধোর করিতে পারে, তাহার সম্বন্ধে এত বড় হীন ধারণ জন্মিল কেন ? একে ত সংসারে দুঃখকষ্টের অবধি নাই, তাহার উপর প্রতিদিন এ কি হইতে লাগিল ? দুদিন যায় না, বিবাদ বাধে । কথায় কথায় মনোমালিন্ত, চোখে চোথে কলহ, পদে পদে মতভেদ হয় । সৰ্ব্বোপরি, তাহার এমন বিরাজ দিন দিন এমন হইয়া যাক্টতে লাগিল অথচ কোন দিকে চাহিয়া সে এই দুঃখের সাগরের কিনারা দেখিল না। ভগবানের চরণে নীলাম্বরের অচলা ভক্তি ছিল, অদুষ্ট্রের লেখায় অসীম বিশ্বাস ছিল, সে এই কথাই ভাবিতে লাগিল, কাহাকেও মনে মনে দোষ দিল না, কাহারও নিনা করিল না-চওঁীমগুপের দেওয়ালে টাঙানো রাধাকৃষ্ণের যুগলমূৰ্ত্তির স্বমুখে দাড়াইয়া ক্রমাগত কাদিয়া বলিতে লাগিল, ভগবান, যদি এত দুঃখেই ফেললে মনে ছিল, তবে এত বড় নিরুপায় করে আমাকে গডলে কেন ? সে যে কত নিরুপায়, সে কথা তাহার অপেক্ষা বেশী আর ৩ কেহই জানে না। লেখাপড়া শিখে নাই, কোন রকমের কাজ-কৰ্ম্ম জানিত না, জানিত শুধু দুঃখীর সেবা করিতে, শিথিয়ছিল শুধু ভগবানের নাম করিতে। তাহাতে পরের দুঃখ ঘূচিত বটে, কিন্তু অসময়ে আজ নিজের দুঃখ ঘুচিবে কি করিয়া ? আর তাহার কিছুই নাই—সমস্ত গিয়াছে। তাই দুঃখের জালায় কওদিন সে মনে মনে ভাবিয়াছে, এখানে আর থাকিবে না, বিরাজকে লক্টধা যেখানে দুচে{থ যায় যাইবে , কিন্তু এই সাত-পুরুষের ভিটা ছাডিয়া কোন দেব-মন্দিরের দ্বারে বসিয়া, কোন গাছের তলায় শুইয়া সে মুখ পাইবে । ওই ক্ষুদ্র নদী, এই গাছপালায় ঘেরা বাড়ি, এই ঘরের বাহিরে আজন্ম পরিচিত লোকের মুখ—সমস্ত ছাড়িয়া সে কোন দেশে, কোন স্বর্গে গিয়া একটা দিনও বাচিবে! এই বাটতে তাহার ম৷ মরিয়াছে, এই চণ্ডীমণ্ডপে সে তাহার মুম্যু পিতার শেষ সেবা করিয়া গঙ্গায় দিয়া আসিয়াছে—এইখানে সে পুটিকে মানুষ করিয়াছে, তাহার বিবাহ দিয়াছে এই ঘরবাড়ির মায়া সে কেমন করিয়া কাটাইবে । সে সেইখানে বসিয়া পডিয়া দুই হাতে মুখ ঢাকিয়া রুদ্ধস্বরে কঁাদিতে লাগিল। আর এই কি তাহার সব দুঃখ ? তাহার বোনটিকে কোথায় দিয়া আসিল, তাহার একট। সংবাদ পর্য্যস্ত পাওয়া যাইতেছে না , কতদিন হইয়া গেল, তাহার মুখ দেখে নাই, তাহার সুতীক্ষ কষ্ঠের ‘দাদা ডাক শুনিতে পায় নাই—পরের ঘরে সে কি দুঃখ পাইতেছে, কত কান্না কঁাদিতেছে, কিছুই সে জানিতে পারে নাই। অথচ বিরাজের কাছে তাহার নামটি করিবার জো নাই । সে তাহাকে মানুষ করিয়াও এমন করিয়া ভুলিতে পারিল, কিন্তু সে ভুলিবে কি করিয়া ? তাহার মায়ের পেটের বোন, হাতে কাধে করিয়া বড় Հն, չ ఇ=\డికి