পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/২৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরাজ-বে। নীলাম্বর চলিয়া গেল, সুন্দরীও এইবার একফোট চোখেব জল আঁচলে মুছিল। এই লোকটিকে মনে মনে সবাই ভালবাসিত, সবাই ভক্তি করিত। সেদিন বিজযার অপবাস্থ, বিরাজ শোবার ঘরে ঢুকিয়া দোর দিল। সন্ধ্যা ন হইতেই কেহ খুডো বলিযা বাড়ি ঢুকিল, কেহ নীলুদ বলিয়া বাহির হইতে চীৎকার কবিল । নীলাম্বর শুষ্কমুখে চণ্ডীমণ্ডপ হইতে বাহির হইয়া স্বমুখে আসিয়া দাডাইল । যথারীতি প্ৰণাম-কোলাকুলির পর তাহারা বৌঠানকে প্রণাম করিবার জন্য ভিতরের দিকে চলিল । নীলাম্বরও সঙ্গে সঙ্গে আসিযা দেখিল, বিরাজ রান্নাঘরেও নাই, শোবাব ঘরেরও দ্বার রুদ্ধ। সে কবাঘাত করিয়া ডাকিল, ছেলের তোমাকে প্রণাম করতে এসেচে বিরাজ । বিরাজ ভিতর হইতে বলিল, আমার জর হয়েচে—উঠতে পারব না। তাহাবা চলিযা যাইবার খানিক পরেই আবার স্বাবে ঘা পত্তিল। বিবাজ জবাব দিল না। দ্বারের বাহিরে মুম্বুকণ্ঠে ডাক আসিল, দিদি, আমি মোহিনী—একবারটি দোর খোল । তথাপি বিরাজ কথা কহিল না । মোহিণী কহিল, সে হবে না দিদি, সারাবাত এই দোর-গোড়ায় দাড়িযে থাকতে হয়, সে থাকব, কিন্তু আজকের দিনে তোমার আশীৰ্ব্বাদ না নিয়ে যাব না। বিরাজ উঠিযা কপাট খুলিযা স্বমুখে আসিযা দাড়াইল, দেখিল, মোহিনীর পা-হাতে এক চুপড়ি খাবাব, ডান হাতে ঘটিতে সিদ্ধি গোলা । সে পায়ের কাছে নামাইয়া রাখিযা দুহ পাযের উপর মাথা ঠেকাইযা প্রণাম করিখ বহিল, শুধু এই আশীৰ্ব্বাদ কব দিদি, যেন তোমার মত হতে পাবি—তোমার মুখ থেকে অ।মি আপ কোন আশীৰ্ব্বাদ পেতে চাহনে ৷ বিরাজ সজল চক্ষু আঁচলে মুছিয নিঃশব্দে ছোটবধুর অবনত মস্তকে হাত বাথিল। ছোটবে দাড়াইয। উঠিয বলিল, আজকের দিনে চোথের জল ফেলতে নেই, কিন্তু সে কথা ত তোমাকে বলতে পাবলুম না দিদি , দিদি, তোমার দেহের বাতাস যদি অামাব দেহে লেগে থাকে ত সেই জোবে ব'লে যাচ্ছি, আসচে বছর এমনহ দিনে সে কথা বলব । মোহিনী চলিযা গেলে বিরাজ সেইসব ঘবে তুলিয়া রাখিয়া স্থির হুহযা বলিল । মোহিনী যে অহৰ্নিশ তাঁহাকে চোখে চোখে রাখে, এ-কথা আজ সে আরও স্পষ্ট করিয়া বুঝিল । তার পর কত ছেলে আসিল, গেল, বিধাজ আর ঘরে দোর দিল না, এই সব দিয়া আজকের দিনের আচার পালন করিল। পবদিন সকালবেলা সে ক্লাস্তভাবে দাওয়ায় বসিয়া শাক বাছিতেছিল, স্বন্দরী জাসিয়া প্রণাম করিল। ՀԵՎ