পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/২৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবাজ-বেী তুমি নদীর ধারে কথা বলনি ? বিবাজ উদ্ধতভাবে জবাব দিল, ই বলেচি । নীলাম্বর বলিল, আমি ঐটুকুই বিশ্বাস করেচি। বিরাজ হাত দিয চোখ মুছিযা ফেলিথা বলিল, যদি বিশ্বাস করেচ, তবে ঐ হতরটার মত শাসন করলে না কেন ? নীলাম্বর আবার হাসিল। সদ্য-প্রস্ফুটিত ফুলের মত নিৰ্ম্মল হাসিতে তাহার সমস্ত মুখ ভরিযা গেল। ডান গ৩ তুলিযা বলিল, তবে কাছে আয, ছেলেবেলার মত আর একবার কান মলে দিই । চক্ষের পলকে বিরাজ স্বমুখ আসিযা ইঁটু গাড়িয়া বসিল এবং পবক্ষণেই তাহার বুকেৰ উপবে সজোরে ঝাপাইযা পডিয। দুই বাহু দিয়া স্বামীর কণ্ঠ বেষ্টন করিযা ফুপাইযা কাদিযা উঠিল। নীলাম্বর র্কাদিতে নিষেধ কবিল না । তাহার নিজের ছুহ চোেখও জলে ভজিযা উঠিযাছিল, সে স্ত্রীব মাথায উপরে নিঃশব্দে ডান হাত রাখিযা মনে মনে আশীৰ্ব্বাদ কবিতে লাগিল। কিছুক্ষণে কান্নাব প্রথম বেগ কমিয়া আসিলে সে মুখ না তুলিয়াহ বলিল, কি তাকে বলেছিলুম জান ? লীলাম্বর সস্নেহে মৃত্নস্বরে বলিল, জানি , তাকে আসতে বারণ কবে দিয়েচ । কে তোমাকে বললে / নীলাম্বর সহস্তে কহিল, কেউ বলেনি , কিন্তু একটা অচেনা লোকের সঙ্গে যখন কথা কয়েচ, তখন অনেক দুঃখেই কযেচ । সে কথ। ৪ ছাড়া আক কি হতে পারে বিবাজ । বিরাজের চোখ দিযা আবাব জল পডিতে লাগিল । BBBB BBBB BBBS BB BBBS BK BBBS BBB BBB BBB ছিল, আমি গিযে তাকে বুঝিধে দিতাম। আমি অনেকদিন পূৰ্ব্বে তাব মনেব ভ{ল টেব পেযেছি, কতদিন সকলে বিকালে তাকে দেখতেও পেযেছি, কিন্তু তোমার নিষেধ মনে কবেই কোনদিন কিছু বলিনি। সেদিন সন্ধ্যা হহঁতেই আকাশে মেঘ কবিয়া টিপ টপ বৃষ্টি পড়িতেছিল, বাত্রে স্বামী-স্ত্রীতে বিছানায শুইয়া আবার কথা উঠিল । নীলাম্বব বলিল, আজ সরাদিন তাকে দেখবার প্রতীক্ষাতেই ছলাম । বিরাজ ভীত হইযা উঠিল, কেন ?—কেন ? দুটো কথা না বললে ভগবানের নিকট অপরাধী হযে থাকতে হবে, তাই। তয়ে উত্তেজনায বিরাজ উঠিয়া বসিয়া বলিল, না, সে হ’বে না, কিছুতেই হবে না, এই নিয়ে তুমি তাকে একটি কথাও বলতে পাবে না। 3 ?Ꮤ