পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/৩০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবাজ-বেী কেউ কান দিলেন না । এমন একটা দিন যায না দিদি, বলিয়। সে হঠাৎ খামিরা গেল । বিরাজ এতক্ষণ লক্ষ্য করে নাই যে, ছোটবোঁর ডান ব্লগের উপর একটা বাকী গাঢ় কাল দাগ পডিয়াছে, সভযে বলিয়া উঠিল, তোব পালে মশেল দাগ না কি 1ে ? ছোটবোঁ লজ্জিত-মুখ হেঁট কবিয ঘাড নাডিল । কি দিয়ে মারলে ? স্বামীক লজ্জাৰ্য মোহিনী মুখ তুলিতে পারিতেছে না , নতযুখে মৃত্নস্থবে ললিল, বাগ হ’লে ওঁর জ্ঞান থালে না দিদি । তা জানি, তবু কি দিয়ে মারলে ? মোহিনী তেমনষ্ট নতমুখে থাকিযাই বলিল, পায়ে চটি জুতা ছিল— বিবজি স্তন্ধ হইযা বসিয়া বহিল—তাহাব দুষ্ট চোখ দিযা আগুন বাহির হইতে লাগিল । খানিক পরে চাপা বিরুত-কণ্ঠে বলিল, কি কবে সহ কবে বহলি ছোটবোঁ ? ছোটবোঁ একটুখানি মুখ তুলিয়া বলিল, আমার অভ্যাস ইযে গেছে দিদি । বিরাজ সে কথা যেন কানেই শুনিতে পাইল না, বির ও গণ্য বলিল, আবার তাব জন্য তুই মাপ চাইতে এলি ? ছোটবোঁ বডঙ্গার মুখপানে চাহিযা বলিল, ই দদি ৷ তুমি প্রসন্ন না হলে ওঁব অকল্যাণ হ'বে। আল সহ্য করার কথা যদি বললে দি দ, সে তো তোমার কাছেই শেখা, আমাব যা কিছু সবই তোমাল পা।ে — বিরাজ অধীব হঠযা উঠিল, –না ছোটবোঁ, ন, মিছে কথা বলিসনে—এ অপমান, অাম সইতে পাবি নে । ছোটবে একটুখানি হসিয়া বলিশ, নিজের অপমান সক্ট ে পারাটাই কি খুব বড় পাল দিদি ? তোমাব মত স্বামী-সৌভাগ্য সংসাবে মনে-মাহধের অদৃষ্ট্রে জোটে না, তবুও তুমি যা সষে আছ সে সইতে গেলে আমরা গুডো হয়ে যাই । তার মুখে হাসি নেই, মনের ভিতব মুখ নেই , তোমায বাত দিন চোখে দেখতে হচ্চে, আমন স্বামীল অত কষ্ট সহ করতে তুমি ছাড়া আর কেউ পাবতো না দিদি । বিরাজ মৌন হত্যা রহিল । ছোটবোঁ খপ কবিয হ৩ দিয়া তাহাব পা ছুটে চাপিয়া ধরিয়া বলিল, বল, ওঁকে ক্ষমা করলে ? তোমাৰ মুখ থেকে না শুনলে আমি পি ছুতেই ছাডব ন—তুমি প্রসন্ন না হ’লে ওঁকে কেউ রক্ষে করতে পাববে না দিদি ৷ বিধাজ পা সরাইয়া লইয়া হাত দিয়া ছোটবেীর চিবুব স্পর্শ করিষা বলিল, মাপ কবলুম। ছোটবে। আর একবার পায়েল ধুলা মাথায লইয৷ আনন্দিত মুখে চলিয়া গেল। «ά 4