পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/৩০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ মাচল ধরিয়া ফেলিয়া বলিল, না যাস নে, আমি একটি তিল পৰ্য্যস্ত কারু কাছে লেব না । কেন নেবে না ? বিরাজ প্রবলবেগে মাথা নাড়িয়া বলিল, না, সে কোনমতেই হবে না, আল আমি কারও কিছু নিতে পারব না। ছোটবোঁ ক্ষণেকের জন্যে স্থিব দৃষ্টিতে বডজার আকস্মিক উত্তেজনা লক্ষ্য করিল, তারপর সেইখানে বসিয়া পড়িয় তাহাবে জোর করিয়া টানিয়া কাছে বসাইয়া বলিল, তবে শোন দিদি। কেন পানি নে, আগে তুমি আমাকে ভালবাসতে না, ভাল ক’বে কথা কইতে না, সেজন্যে কত যে লুকিয়ে বসে কেঁদেচি, কত দেবদেবীকে ডেকেছি তার সংখ্যা নেই । আজ তারাও মূখ তুলে চেয়েছেন, তুমি ছোট বোন বলে ডেকেচ। এখন একবার ভেবে দেখ, আমাকে এই অবস্থায দেখে কিছু ন করতে পেলে তুমি কি রকম ক’রে বেড়াতে । বিরাজ জবাব দিতে পাবিল না। মুখ নিচু করিয়া রহিল । ছোটবোঁ উঠিয়। গিয অনাতকাল পথে একটা বড় ধামায় সৰ্ব্বপ্রকার আহায্য পূর্ণ করিয়া আনিধা নামাহয়। রাখিল । বিরাজ স্থির হইয়া দেখিতেছিল, কিন্তু সে যখন কাছে অসিযা তাহার জাচলের একটি খুঁট তুলিয়। একটা মোহব বাধিতে লাগিল, তখন সে আর থাকিতে ন পারিয়। সজোরে ঠেলিয়া দিয়৷ চেচাইয়া উঠিল, ন, ও কিছুতেই হবে না--ম’রে গেলেও না । মোহিনী ধাক্ক সামলাইয়া লহয়। মুখ তুলিয়া বলিল, হবে না কেন, নিশ্চয় হবে। এ আমার বটুঠাকুর আমাব বিয়ের সমযে দিয়েছিলেন। বলিয়া আচলে বধিয়া দিয়। আর একবাব হেট হইযা পাযের ধুলা মাথায় লইয়া বাডি চলিয়া গেল । >> মগরার এতদিনেৰ পিতলেব বস্তাব কাবখানা যেদিন সহসা বন্ধ হইয় গেল এবং এই খবরটা চড়ালদের সেই মেয়েটি বিরাজকে দিতে আসিয়া ছাচ বিক্রিয় অভাবে নিজের নানাবিধ ক্ষতি ও অসুবিধার বিবরণ অনর্গল বকিতে লাগিল, বিরাজ তখন চুপ করিয়া শুনিল। তবে পর একটি ক্ষুদ্র নিশ্বাস ফেলিল মাত্র। মেয়েটি মনে করিল, তহবি দুঃখের অংশী মিলিল না, তাই ক্ষুণ্ণ RAbr