পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ তিনদিন জর ভোগের পর বিরাজ ক্ষুধ-তৃষ্ণায় আকুল হইয়া সন্ধ্যার পর বিছানায় উঠিয়া বসিল । নীলাম্বর বাডি ছিল না। পরশু স্ত্রীর এত জর দেখিয়াও তাঁহাকে ক্রীরামপুরের এক ধনাঢ্য শিষ্যের বাটতে কিছু প্রাপ্তির আশায় যাইতে হইয়াছে, কিন্তু কথা ছিল, কোনমতেই রাত্রিবাস করিবে না, যেমন করিয়া হউক সেইদিন সন্ধ্যা নাগাদ ফিরিয়া আসিবে। পরশু গিয়াছে, কাল গিয়াছে, আজও যাইতে বসিয়াছে, তাহার দেখা নাই । অনেকদিনের পর আজ সমস্ত দিন ধরিয়া বিরাজ যখন তখন র্কাদিয়াছে । আর কিছুতেই শুইয়া থাকিতে ন পাবিষ, সন্ধ্যা জালিয়া দিয় একটা গামছা মাথায় ফেলিয়া কঁাপিতে কঁাপিতে বাহিরে পথের ধাবে আসিয়া দাড়াইল । বর্ষাব অন্ধকারের মধ্যে যতদূর পারিল চাহিয়া দেখিল, কিন্তু কোথাও কিছু দেখিতে না পাইয়া ফিরিয়৷ আসিয়া ভিজা কাপড়ে, ভিজা চুলে, চণ্ডীমণ্ডপের পৈঠায় হেলান দিয়া বসিয়া এতক্ষণ পরে আবার কাদিতে লাগিল। কি জানি, তাহাব কি ঘটিল। একে দুঃখে কষ্টে অনাহারে দেহ তাহাব দুৰ্ব্বল, তাহতে পরিশ্রম—কোথাও অস্থখ হইয়া পড়িলেন, না, গাড়ি-ঘোড়া চাপ পড়িলেন, কি হইল, কি সৰ্ব্বনাশ ঘটিল—ঘরে বসিয়া সে কি করিয়া বালবে, কেমন করিয়া কি উপায় কবিবে। আর একটা বিপদ, বাড়িতে পীতাম্বরও নাই, কাল বৈকালে সে ছোটবোঁকে আনিতে গিয়াছে, সমস্ত বাড়ির মধ্যে বিবাজ একেবারে একা । আবাব সে নিজেও পীড়ি৩ । আজ দুপুর হইতে তাহার জব ছাড়িয়াছিল বটে, কিন্তু ঘরে এমন এতটুকু কিছু ছিল না যে সে খায়। দুদিন শুধু জল খাইয়া আছে। জলে ভিজিয়া তাহার শীত করিতে লাগিল, মাথা ঘুরিতে লাগিল, যে কেনমতে হতে পায়ে ভর দিয পৈঠা ছাড়িয। চণ্ডীমণ্ডপের ভিতবে ঢুকিয়া মাটির উপব উপুড হইয়া পডিয়া মাথা খুড়িতে লাগিল । সদর দরজার ঘা পড়িল, বিরাজ একবার কান পাতিয়া শুনিল । দ্বিতীয় করাঘাতের সঙ্গে সঙ্গেই যাই বলিয। চোখের পলকে ছুটিল আসিয়া কপাট খুলিয়া ফেলিল। অথচ মুহূর্ত পূৰ্ব্বে সে উঠিয বসিতেও পারিতেছিল না । যে কাঘাত কবিক্ৰেছিল, সে ও পড়ার চাষাদেব" ছেলে। বলিল, মাঠাকুরুণ, দ’ঠাকুর একটা শুধুনো কাপড চাইল --দাও । বিবাজ ভাল বুঝিতে পারিল না, চৌকাঠে ভৰ দিয়। কিছুক্ষণ চাহিয়া থাকিয় বলিল, কাপড় চাহিলেন ? কোথায় তিনি ? ছেলেটি জবাব দিল, গোপাল ঠাকুরেব বাপের গতি ক’রে এই সবাই ফিরে এলেন যে | গতি ক’রে ? বিরাজ স্তম্ভিত হইয়া রহিল। গোপাল চক্রবর্তী তাহদের দূর-সম্পৰ্কীয় জ্ঞাতি। তাহার বৃদ্ধ পিতা বহুদিন যাবৎ রোগে ভুগিতেছিলেন, দিন-দুই পূৰ্ব্বে ঙাহকে ত্রিবেণীতে গঙ্গা-যাত্রা করান হহুয়াছিল, আজ দ্বিপ্রহরে তিনি মরিয়াছেন, \o e to