পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/৩১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

मब्र६-जांश्छिा-न«यंझ् তথাপি সে কণ্ঠস্বর সংযত করিয়া জবাব দিল, মিছে কথা বলছিলুম, এ কথা শুনলে তুমি লজ্জা পাবে, দুঃখ পাবে, হয়ত তোমার খাওয়া হবে না তাই, কিন্তু সে ভয় মিছে--তোমার লজ্জ-সরমও নেই, তুমি আর মানুষও নেই। কিন্তু তুমি মিছে কথা বলনি ? একটা পশুরও এত বড় ছল করতে লজ্জা হ’ত, কিন্তু তোমার হ’ল না । সাধু পুরুষ। রোগ স্ত্রীকে ঘরে একা ফেলে কোন শিবে বাড়িতে তিন দিন ধরে গজাব ওপর গজ খাচ্ছিলে, বল ? নীলম্বর আর সচিতে পাবিল না। বলছি, বলিয়া হাতের কাছের শূন্ত পানের BBBB BBBB BBS BBS BBBS BBB BBBB BBBS BB BBBS BBB কপালে লাগিয়া ঝন ঝন্‌ করিয়া খুলিয়া নিচে পড়িল । দেখতে দেখিতে তাহাব চোখের কোণ বাহ্যি৷ ঠোটেক প্রাস্ত দিয়। বক্তে মুখ ভাসিযা উঠিল । বিরাজ বা হাতে কপাল টিপিয়া চেঁচাইয়া উঠিল -আমাকে মারলে ? নীলাম্বরেব ঠোঁট মুখ কঁাপিতে লাগিল, বলিল, না মারিনি। কিন্তু দূর হ স্বমুখ থেকে—ও মুখ আর দেখানে—অলক্ষ্মী, দূর হয়ে যা। বিরাজ উঠিয়া দাড়াইল, বলিল, যাচ্চি। এক পা গিয়া হঠাৎ ফিরিয়া দাড়াইয়। বলিল, কিন্তু সহ হ’বে ত ? কাল যখন মনে পড়বে, জরেব উপর আমাকে মেবে৮~— তাডিযে দিয়েচ, আমি তিন দিন খাইনি তবু এই অন্ধকারে তোমার জন্তে ভিক্ষা ক’বে এনেচি—সইতে পারবে ত ? এই অলক্ষ্মীকে ছেড়ে থাকতে পারবে ত ? রক্ত দেখিযা নীলাম্বরের নেশা ছুটিয়া গিয়াছিল সে মুটের মত চুপ কবিয়া রহিল। বিরাজ আঁচল দিয়া মুছিযা বলিল, এই এক বছব যাই যাই করচি, কিন্তু তোমাকে ছেড়ে যেতে পারিনি । চেয়ে দেখ, দেহে আমার কিছু নেহ, চোখে ভাল দেখতে পাইনে, এক পা চলতে পারিনে-আমি যেতুম না, কিন্তু স্বামী হযে যে অপবাদ আমাকে দিল, অাব আমি তোমায় মুখ দেখাব না। তোমার পায়ের নিচে মরবার লোভ আমার সবচেয়ে বড় লোত—সেই লোতটাই আমি কোন মতে ছাড়তে পারছিলুম না—আজ ছাডলুম, বলিয়া কপাল মুছতে মুছিতে খিড়কির খোলা দোর দিয়া অাব একবার অন্ধকারে বাগানের মধ্যে মিলাইয়া গেল । নীলাম্বর কথা কহিতে চাহিল, কিন্তু জিভ নাড়িতে পারিল না। ছুটিয়া পিছনে যাইতে চাহিল, কিন্তু উঠিতে পারিল না। কোন মায়াময়ে তাহাকে অচল পাথরে রূপান্তরিত করিয়া দিষ বিরাজ অদৃপ্ত হইয় গেল । আজ একবার ওই সরস্বতীর দিকে চাহিয়া দেখ ভয় করিবে । বৈশাখের সেই শীর্ণকায় যুদ্ধপ্রবাহিণী শ্রাবণের শেষ দিনে কি খরবেগে দুই স্কুল ভাসাইয়া চলিয়াছে। যে কালে পাথরখণ্ডটার উপর একদিন বসন্ত প্রভাতে দুই ভাই-বোনকে অসীম ক্ষেছে মুখে এক হইয়া বসিয়া থাকিতে দেখিয়াছিলাম, সেই কালো পাথরটার উপর বিরাজ è s g.