পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/৩২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরাজ-বে। ও, জলে ডুবেছিলে ? তোমার বাডি কোথা গা ? বিরাজ মামার বাডির নাম কবিয়া বলিল, আমি সেইখানেই যাইব, সেখানে আমার আপনার লোক আছে । স্ত্রীলোকটির বয়স হইয়া'ছল এবং বিরাজের মধুর স্বভাবেব গুণে একটু মমতাও জন্মিয়াছিল, দয়ার্ড-কণ্ঠে বলিল, তাই যাও বাছা, একটু সাবধানে থেকে, দুদিনেই ভাল হয়ে যাবে । বিরাজ একটুখানি হাসিয়া বলিল, আব ভাল কি হবে মা ? এ চোখ ৪ ভাল হবে না, এ হাতও সারবে না। রোগের পর তাহার বা চোখ অন্ধ এবং বা হাত পড়িয়| গিয়াছিল। স্ট্রীলোকটির চোখ ছল ছল করিয়া উঠিল, কহিল, বলা যায় না বাছা, সেরে যেতেও পাবে। পরদিন সে নিজের একখানি পুরাতন শীতলক্স এবং কিছু পাথেয় দিয়া গেল, বিরাজ তাহা গ্রহণ কবিয়া নমস্কার করিয়া বাহির হইয়া যাক্টতেছিল, সহস ফিলিয়া আসিয়া বলিল, আমি নিজের মুখখন একবাব দেখব—একটা আরশি যদি— আছে বৈকি, এখনই দিচ্চি, বলিয়া অনতিকাল পরে ফিরিযা আসিয়া একখানি দর্পণ বিবাজেব হাতে দিয়া অঙ্গাত্র চলিয়া গেল। বিরাজ অব একবার তাহাব লোহর খাটের উপর ফিরিয়া গিয়া আরশি খুলিয়া বসিল । প্রতিবিম্বটার দিকে চাহিবামাত্রই একটা অপরিমেয় ঘূণায় তাহার মুখ আপনি বিমুখ হইয়া গেল । দর্পণটা ফেলিয়া দিয়া সে বিছানায় মুখ ঢাকিয়া গভীর আর্তকণ্ঠে কাদিয়া উঠিল। মাথা মুক্তিত--তহার সেই আকাশভরা মেঘের মত কালো চুল কই ? সমস্ত মুখ এমন করিয়া কে ক্ষতবিক্ষত করিয়া দিল ! সেক্ট পদ্মপলাশ চক্ষু কোথায় গেল ? আমন অতুলনীয় কাচা সোনার মত বর্ণ কে হবণ করিল! ভগবান! এ কি গুরুদণ্ড করিয়াছ ! যদি কখনও দেখা হয়, এ মুখ সে কেমন করিয়া বাহির করিবে ! যতদিন এ দেহে প্রাণ থাকে, ততদিন মাশা একেবারে নিৰ্ম্মল হইয়া মরে না। তাই, তাহাব হয়ত অতি ক্ষীণ একটু আশ। অন্তঃসলিলাব মত অতি নিভৃত অস্তস্তলে তখনও বহিতেছিল। দয়াময়! সেটুকু শুকাইয়া দিয়া তোমাব কি লাভ হইল ? তাহার জ্ঞান ফিরিয়া আসিবার পরে রোগশয্যা গুইয়া স্বামীর মুখ যখন উজ্জল হইয়া দেখা দিত, তখন কখনও বা সহসা মনে হইত, যাহা সে করিয়াছে, সে ত অজ্ঞান হইয়াই করিয়াছে, তবে কি সে অপরাধের ক্ষম হয় না? সব পাপের প্রায়শ্চিত্ত আছে, শুধু কি ইহারই নাই ? অন্তৰ্য্যামী ত জানেন, যথার্থ পাপ সে করে নাই, তথাপি যেটুকু কষ্টয়াছে, সেটুকু কি তাহার এতদিনের স্বামী-সেবায় মুছিবে না ? মাঝে মাঝে বলিত, তার মনে ত রাগ থাকে না, যদি হঠাৎ পায়ের উপর পড়ি, সব কথা খুলে বলি, আমার মুখের পানে চেয়ে কি করেন তা হ’লে ? তাহা হইতে সম্ভবত 2 צל\