পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/৩৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরাজ-বেী जरुजो उांश मान शक्लिब्रt cफ्रांर्ष जछण इहेब्रो खेटैिण, भांथांब झांड क्बिा (कांभलन्दरब्र ৰলিল, কি রে ? পুট পিঠ ছাড়িয়া দিয়া কোলের উপর উপুড় হইয়া মুখ গুজিয়া কাজিতে লাগিল। নীলাম্বর তাহার মাথার উপর একটা হাত রাখিয়া চুপ করিয়া বসিয়া রছিল। বহুক্ষণ পরে পুটি কারার স্বরে বলিল, আর বলব না দাদা ! নীলাম্বর হাত দিয়া তাহার চুলগুলি নাড়িতে নাড়িতে বলিল, না, আর ব’ল না। পৃটি চুপ করিয়া পড়িয়া রহিল। নীলাম্বর তাহার মনের কথা ৰুঝিয়া মৃদুস্বরে কহিল, সে তোর গুরুজন শুধু সম্পর্কে নয় পৃটি, তোকে মায়ের মত মানুষ ক’রে তোর মায়ের মতই হয়েচে । অপরে যা ইচ্ছে বলুক, কিন্তু তোর মূখে ও-কথায় গভীর অপরাধ হয়। পুটি চোখ মুছিতে মূছিতে বলিল, কেন সে আমাদের এ ন ক’রে ফেলে রেখে গেল ? কেন যে গেল পুটি, সে শুধু আমি জানি, আর যিনি সৰ্ব্বাস্তধ্যামী তিনি জানেন । সে নিজেও জানত না—তখন সে পাগল হয়েছিল, তার এতটুকু জ্ঞান থাকলে সে আত্মহত্যাই করত, এ কাজ করত না । পৃটি আর একবার চোখ মুছিয়া ভাঙা গলায় বলিল, কিন্তু এখন তবে কেন জাসে না দাদা ? কেন আসে না ? আসবার জো নেই ব’লেই আসে না দিদি, বলিয়া সে নিজেকে জোর করিয়া সংবরণ করিয়া লইয়া ক্ষণকাল পরেই বলিল, যে অবস্থায় আমাকে ফেলে রেখে গেছে, তার এতটুকু ফেরবার পথ থাকলে, সে ফিরে আসত একটা দিনও কোথাও থাকত না। এ কথা কি তুই নিজেই বুঝিসনে পুটি ? পুটি মুখ ঢাকিয়া রাখিয়াই ঘাড় নাড়িয়া বলিল, বুঝি দাদানীলাম্বর উদ্দীপ্ত হইয়া বলিল, তাই বল বোন। সে আসতে চায়, পারে না। সে যে কি শাস্তি পুটি, তা তোরা দেখতে পাসনে বটে, কিন্তু চোখ বুজলেই আমি তা দেখি । সেই দেখাই আমাকে নিত্য ক্ষয় করে আনচে রে, আর কিছুই নয় ? পৃটি কাদিয়া ফেলিল। নীলাম্বর হাত দিয়া নিজের চোখ মুছিয়া লইয়া বলিল, সে তার দুটো সাধের কথা আমাকে যখন-তখন বলত। এক সাধ, শেষ সময়ে আমার কোলে যেন মাথা রাখতে পায় ; আর সাধ, সীতা-সাবিত্রীর মত হয়ে মরণের পরে যেন তাদের কাছেই স্বায়। হতভাগীর সব সাধই মুচেছে। পৃটি চুপ করিয়া শুনিতে লাগিল। নীলাম্বর রুদ্ধ কণ্ঠ পরিষ্কার করিয়া লইয়। খলিল, তোরা সবাই তার অপবাদ দিল, ৰাৱণ করতে পারিনে বলে আমিও চুপ ক’রে থাকি, কিন্তু ভগবানকে ফাকি দিই কি אלי