পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/৩৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ বিরাজ হাসিয়া উঠিল ; বলিল, কি করতিস আমাকে নিয়ে ? পাড়ায় স্থৰ্নাম রটেচে –আমার বেঁচে থাকায় আর ত লাভ নেই বোন। ছোটবোঁ গলায় জোর দিয়া বলিয়া উঠিল, আছে দিদি, তা ছাড়া ও ত মিধ্যে ছুর্নাম—ওতে জামরা ভয় করিনে । তোরা করিসনে, আমি করি। দুর্নাম মিথ্যে নয়, খুব সত্যি। আমার অপরাধ যতটুকুই হয়ে থাক ছোটবে, তার পরে আর ছিন্নুর ঘরের মেয়ের বাচ চলে না। তোরা ভগবানের দয়া নেই বলচিস্, কিন্তু তাহার কথাটা শেষ হইবার পূর্বেই পুটি উচ্ছসিত কায়ার স্বরে চেঁচাইরা উঠিল, ও ভারি দয়া ভগবানের । এতক্ষণ সে চুপ করিয়া কাদিতেছিল আর শুনিতেছিল। আর সে সহ করিতে না পারিয়া অমন করিয়া উঠিল। কাদিয়া বলিল, তার এতটুকু বিচার নেই। যারা আসল পাপী, তাদের কিছু হল না, আর আমাদেরই তিনি এমন করে শান্তি দিচ্চেন। তাহার কান্নার দিকে চাহিয়া বিরাজ নিঃশব্দে হাসিতে লাগিল। কি মধুর, কি বুকভাঙ্গা হাদি। তার পরে কৃত্রিম ক্রোধের স্বরে বলিল, চুপ কর পোড়ারমূখী, চেঁচাস্নে। পৃটি চুটিয়া আসিয়া তাহার গলা জড়াইয়া ধরিয়া উচ্চৈঃস্বরে কাদিয়া উঠিল, তুমি ম'রো না বোঁদি, আমরা কেউ সইতে পারব না। তুমি ওষুধ খাও—আর কোথাও চল—তোমার দুটি পায়ে পড়ি বৌদি, আর দুণে দিন বাচ। তাহার কাছার শব্দে আহ্নিক ফেলিয়া নীলাম্বর এস্তপদে কাছে আসিয়া শুনিতে লাগিল, পৃটির যা মুখে আসিল, তাই বলিয়া বাচিবার জন্য বৌদিকে ক্রমাগত অনুনয় করিতে লাগিল। এইবার বিরাজের দুই চোখ বহিয়া বড় বড় অশ্রর ফোটা ৰরিয়া পড়িল। ছোট বোঁ সযত্নে তাহা মুছাইরা দিয়া পুটিকে টানিয়া লইতেই, সে তাহার বুকের মধ্যে মুখ লুকাইয়া সকলকে কাঙ্কাইয়া ফুলিয়া ফুলিয়া কাদিতে লাগিল। বৰক্ষণ পরে বিরাজ জনবরত ভগ্নকণ্ঠে বলিতে লাগিল, কাস্েিন পুটি শোন । নীলাম্বর আড়ালে দাড়াইয়া শুনিতে লাগিল, বিরাজের চৈতন্য সম্পূর্ণ ফিরিয়া জালিয়াছে। র্তাহার যন্ত্রণার অবসান হইয়াছে তাহা সে বুৰিল। বিরাজ বলিতে লাগিল, না গুনে তার দোষ সূি ন পুটি। কি স্বশ্ন বিচার। তবু ষে কত দয়া লে কৰা আজ আমার চেয়ে কেউ বেশী জানে না। মরাই আমার বঁাচ সে কথা জামি গেলেই তোর বুঝবি। আর বলচিস্—একটা হাত আর একটা চোখ নিয়চেন, সে ত ফুদিন জাগে ৰেগুই। কিন্তু এইটুকু শান্তি দিয়ে তিনি তোদের কোলে আমাকে ফিরিয়ে দিয়েচেন সেটা তোরা কি করে ভুলবি পু । ছাই ফিরিয়ে দিয়েছেন, বলিয়া পৃটি লাগিল । उगवांप्नञ्च श्बां वा रक विघ्नांtङ्गद्र ५कप्रैौ वर्ष७ cण विवाज कब्रिण न। वब्र६ नमछ WθΦω