পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/৩৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ প্রথমে উষাই কৰা কছিল। একটু হাসিয়া ছেলেকে বলিল, পিসীমাকে প্রণাম করলে না বাৰা ? সোমেনের এ শিক্ষা বোধ করি নূতন, সে তাড়াতাড়ি হেঁট হইয়া পিসীমার পায়ের বট ছুইয়া কোনমতে কাজ সারিল। উষা কছিল, দাড়িয়ে রইলে কেন ঠাকুরবি, ব’লে ? বিভা জিজ্ঞাসা করিল, আপনি কবে এলেন ? উষা বলিল, সোমবারে এসেচি, আজ বুধবার—তাহলে তিন দিন হ’ল। কিন্তু দাড়িয়ে থাকলে হবে কেন ভাই ব’সো। বিভা ভাব করিতে আসে নাই, বাড়ি হইতেই মনটাকে সে তিক্ত করিয়া আসিয়াছিল, কহিল, বসবার সময় নেই আমার—ঢ়ের কাজ। লোমেনকে আমি নিতে এসেচি । কিন্তু এই রক্ষতার জবাব উষা হাসিমুখে দিল। কছিল, আমি একলা কি করে ৰাকব ভাই ? সেখানে বৌয়েদের সব ছেলেপূলেই আমার হাতে মানুষ। কেউ একজন কাছে না থাকলে ত আমি বাচিনে ঠাকুরৰি। এই বলিয়া সে পুনরায় হাসিল। এই হাসির উত্তর বিতা কটুকণ্ঠেই দিল। ছেলেটিকে ডাকিয়া কছিল, তোমার বাবা বলেচেন আমার ওখানে গিয়ে থাকতে । আমার নষ্ট করবার মত সময় নেই সোমেন—ষাও ত শীগগির কাপড় পরে নাও ; আমাকে আবার একবার নিউ মার্কেট ঘুরে যেতে হবে। দুজনের মাঝখানে পড়িয়া লে যেন মানস্থধে ভয়ে ভয়ে বলিল, মা যে যেতে বারণ কৱচেন পিসীমা ? তাহার বিপদ দেখিয়া উষা তাড়াতাড়ি বলিল, তোমাকে ষেতে আমি বারণ করচি নে বাবা, আমি শুধু এই বলচি যে, তুমি চলে গেলে একলা বাড়িতে जांभांब्र वज्र कटे एव । ছেলেটি মুখে ইহার জবাব কিছু দিল না, কেবল অত্যপ্ত কাছে ঘেষিয়া আসিয়া বিমাতার আঁচল ধরিয়া দাড়াইল। তাহার চুলের মধ্য দিয়া আঙ্গুল বুলাইতে জ্বলাইতে উঘা হাসিন্ধা কহিল, ও যেতে চায় না ঠাকুরবি । লজার ও ক্ৰোধে ৰিভার মুখ কালো হইয়া উঠিল, এবং অতি-সভ্য সমাজের সহজ উচ্চাদের শিক্ষা সত্বেও লে আপনাকে সংবরণ করিতে পারিল না। কছিল, ওর কিন্তু খাওয়াই উচিত। এবং আমার বিশ্বাগ, আপনি অন্যায় প্রশ্ৰয় না দিলে ও বাপের আজ্ঞা পালন করতো । § W উবার ঠোঁটের কোণ দুটা শুধু একটুখানি কঠিন হইল, আর তাহার যুধের চেহারায় ८कांन वाङिक्ष शकिङ इरेण ना, कश्णि, अभिद्रा इtफ़ांषांशश्वद्दे नियजब लेफ्रेिड कि করে উঠতে পারিলে ভাই, সোমেন ত ছেলেমান্থব ! ও বোঝেই বা কতটুকু জার Ģsta