পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/৩৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মব-বিধান বৌঠাকরুনকে রাগ করতে বারণ করে শৈলেশ, সত্যিকার খদের আর নেই—গে চলে গেছে। মায়ের চেয়ে পিসীর কাছে এসে যদি ছেলে মানুষ হয়, তার চেয়ে না হয় ধারধোর করে বিভাকে একটা হাতিই আমি কিনে দেব। এই বলিয়া তিনিৰিভার অলক্ষ্যে স্বধ টিপিয়া পুনরায় হাসিতে লাগিলেন। কিন্তু সে হাসিতে শৈলেশ যোগ দিল না, এবং পাছে পরিহাসের স্বত্র ধরিয়া ৰিভার সুপ্ত ক্রোধ উজ্জীবিত হইয়া উঠে, এই ভয়ে সে প্রাণপণে আপনাকে সংবরণ করিয়া নীরব হুইয়া রহিল। ক্ষেত্রমোহন লজ্জিত হইয়া কছিলেন, ব্যাপার কি শৈলেশ । শৈলেশ কহিল, বিভার কথায় সোমেনের সম্বন্ধেআমি অনেকটা নিশ্চিন্ত হয়েছিলাম, কিন্তু সে যখন হবে না, তখন আবার কোন একটা নূতন ব্যবস্থা আমাকে করতেই হবে। (कबरयांश्न कहिरलम, अर्षां९ छहेनिब्र शंtउ cझरण रिञ्च विश्वांण कब्र यांच्च मां बो ? শৈলেশ বলিল, এই কটক্তির জবাব না দিয়েও এ-কথা বলা যেতে পারে যে, উষা শীঘ্রই চলে যাচ্চেন । চলে ৰাচ্চেন ? কোথায় ? শৈলেশ কছিল, যেখান থেকে এসেছিলেন—তার দাদার বাড়িতে। ক্ষেত্রমোহনের মুখের ভাব অত্যন্ত গভীর হইয়া উঠিল, তিনি স্ত্রীর মূখের প্র৬ি কটাক্ষে চাহিয়া কহিলেন, আমি এই রকমই কতকটা ভয় করেছিলাম শৈলেশ । বিভা এতক্ষণ পৰ্য্যন্ত একটা কথাও কহে নাই, স্বামীর সুপরিচিত কণ্ঠস্বরের অর্থ সে বুবিল, কিন্তু মুখ ফিরাইয়া সহজ গলায় জিজ্ঞাসা করিল, দাদা, আমাকে নিমিত্ত করেই কি তুমি এই ব্যবস্থা করতে ৰাচ্চো ? তা যদি হয়, আমি নিষেধ করব না, কিন্তু একদিন তোমাদের দুজনকেই কাজতে হবে বলে দিচ্চি। শৈলেশ ঘাড় নাড়িয়া জানাইল, না। তাহার পরে সে স্বসলমান ভৃত্য রাখা হইণ্ডে আরম্ভ করিয়া আজ সকালের সেই খাতাটার কথা পৰ্যন্ত আনুপূর্কিক সমস্তই বিবৃত ৰুরিয়া কছিল, যেতে আমি বলিনি, কিন্তু যেতে বাধাও আমি দেব না। আত্মীয়বন্ধুমহলে একটা জালোচনা উঠবে এবং তাতে ধশ আমার বাড়ৰে ন তাও নিশ্চয় जांनि, किरू थकां७ फूटणब्र ७कछे ग९tनांषब एरब cणण, ङांब्र थtछ ७णबांनzक जाथि জাভরিক ধন্যবাদ দেব। ৰিত মূৰ বুজিা চুপ করিয়া বসিয়া রছিল, ক্ষেত্রমোহনও বন্ধক্ষণ পৰ্যন্ত কোনরূপ মণ্ডব্য ব্যক্ত করিলেন না । শৈলেশ কছিল, তোমাদের কাছে সমস্ত জানানো কর্তব্য दइणहे जांज चांमि ५८गश् ि। चडऊ cउगंभद्रा न चांबांद्रक फूण कब्र । & JOR