পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/৩৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ উষা কছিল, অর্থাৎ একজনের অপরাধের শান্তি আর একজনকে পোহাতে হয় কেন ? হয় এইমাত্রই জানি, কিন্তু কেন, তা আমি জানিনে ক্ষেত্রমোহনবাবু। कट्व बांtबन ? দাদা নিতে এলেই । কালও আসতে পারেন। ক্ষেত্রমোহনবাবু ক্ষণকাল নিঃশব্দে থাকিয়া বলিলেন, একটা কৰা আপনাকে কোনদিন জানাব না ভেবেছিলাম, কিন্তু আজ মনে হচ্চে, গোপন রাখলে আমার অপরাধ হবে। আপনার আসবার পূৰ্ব্বে এ-বাড়িতে আর একজনের আসবার সম্ভাবনা হয়েছিল। মনে হয় সে ষড়যন্ত্র একেবারে নিঃশেষ হয়ে যায়নি । উষা কহিল, আমি জানি । ক্ষেত্রমোহন কহিলেন, তা হলে রাগ করে সেই ষড়যন্ত্রটাকেই কি অবশেষে জয়ী হতে দেবেন ? এতেই কি— কৰা শেষ হইতে পাইল না। উষা শাস্ত-দৃঢ়কণ্ঠে কহিল, জয়ী হোক, পরাস্ত হোক ক্ষেত্রমোহনবাবু, আপনি জামাকে ক্ষমা করুন—এই বলিয়। উষা দুই হাত যুক্ত করিয়া এতক্ষণ পরে ক্ষেত্রমোহনের মুখের প্রতি চোখ তুলিয়া চাহিল। সেই দৃষ্টির সম্মুখে ক্ষেত্রমোহন নিৰ্ব্বাক হইয়া চাহিয়া রছিল। SR স্ত্রীর সহিত বাক্যালাপ শৈলেশ বদ্ধ করিল, কিন্তু উষা করিল না। তাহার আচরণে লেশমাত্র পরিবর্তন নাই—সাংসারিক যাবতীয় কাজ-কৰ্ম্ম ঠিক তেমনিই সে করিয়া ৰাইতেছে। মুখ ফুটিয়৷ শৈলেশ কিছুই জিজ্ঞাসা করিতে পারে না, অৰচ সৰচেয়ে মূলি হইল তাহার এই কৰা ভাবিয়া, এ গৃহ ষে-লোক চিরদিনের মত ত্যাগ করিয়া যাইতেছে সেই গৃহের প্রতি তাহার এতখানি মমতা-বোধ রহিল কি করিয়া ? আজ সকালেই তাহার কানে গিয়াছে, দেওয়ালের গায়ে হাত খুছিবার অপরাধে উষা স্বতন স্তৃত্যটাকে তিরস্কার করিতেছে। অভ্যাসমত কাজে ভুলভ্রাপ্তি তাহার নাই ধ=ি বা হয়, কিন্তু সৰ্ব্বত্রই তাহার সতর্ক সৃষ্টিতে এতটুকু শিথিলতাও ষে শৈলেশের চোখে পড়ে না। উবাকে ভাল করিয়া জানিবার তাহার সময় হয় নাই, তাহাকে সে সামান্তই জানিয়াছে, কিন্তু সেইটুকু জানার মধ্যেই কিন্তু এটুকু জানা তাহার হইয়া গেছে যে, 歇喻帆