পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/৩৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নব-বিধান উমা মুখ টিপিয়া হাসিয়া চলিয়া গেল। ষোগেশবাবুর হঠাৎ ঠাট্টা করার বেতুষ্ট ষে বৌদিদি ঠিক অনুমান করিয়াছেন তাহা সে বুঝিল । ইহার দিন পাঁচ-ছয় পরে, একখান মন্ত চিঠি আনিয়া ক্ষেত্রমোহন স্ত্রীর সম্মুখে ফেলিয়া দিয়া কহিলেন, যোগেশবাবুর বাবার লেখা । বয়স সত্তর-বাহাত্তর-চাক্ষুস আলাপ নেই, চিঠিপত্রেই পরিচয় । লোক কেমন ঠিক জানিনে, তবে এটা ঠিক জানি ষে, ঠাট্টার সুবাদ আমার সঙ্গে তার নেই। দীর্ঘ পত্র, বাংলায় লেখা । আদ্যোপাস্ত বার-দুই নিঃশব্দে পড়িয়া বিতা মুখ তুলিয়া কহিল, ব্যাপার কি ? তোমাকে ত একবার যেতে হয়। কিন্তু আমার ত এক মিনিটের সময় নেই। বিভা কহিল, সে বললে হবে না। এ বিপদে আমরা না গেলে আর স্বাবে কে ? এ চিঠির অৰ্দ্ধেকও যদি সত্যিহয়, সে ষে ঘোরতর বিপদ তাতে ত আর একবিন্ধু সন্দেহ cमरे ! ক্ষেত্রমোহন মাথা নাড়িয়া বলিলেন, না সে বিষয়ে আমরা সম্পূর্ণ একমত। কিন্তু ৰাই কি করে । এবং গেলেই ষে বিপদ কাটবে তারই বা ঠিকানা কি ! দুজনে বহুক্ষণ নিঃশবে বসিয়া রহিলেন । অবশেষে দীর্ঘনিশ্বাস গোপন করিয়া ক্ষেত্রমোহন কহিলেন, শৈলেশের দ্বারা সমস্তই সম্ভব, মনের জোর বলে যে বস্তু, সে তার একেবারে নেই। মরুক গে সে, কিন্তু দুঃখ এইটুকু ষে, সঙ্গে সঙ্গে ছেলেটাকেও সে বিগড়ে তুলচে। যেমন করে পারে। এইখানে তোমার বাধা দেওয়া চাই। বিভা বিষন্ন গম্ভীর-মুখে স্তন্ধ হইয়া বসিয়া রহিল। সে কান্নাকাটি, অভিমান সমস্তই করিতে পারে, কিন্তু ঠেকাইবার সাধ্য তাহার নাই, তাহা সে মনে মনে জানিত । ক্ষেত্রমোহন অনেকক্ষণ স্থিরতাবে থাকিয়া আস্তে আস্তে বলিলেন, সন্দেহ আমার বরাবরই ছিল, কিন্তু একটি জিনিস আমি নিশ্চয় ধরেচি বিভা, উষাকে তোমার দাদা সত্যই ভালবেসেছিল। এত ভাল সে সোমেনের মাকে কোনদিন বাসেনি। এ-সৰ হয়ত তারই প্রতিক্রিয়া । বিভা রাগ করিল। কছিল, তাই, এমনি করে তার মন পাওয়ার চেষ্টা করছেন ? দেখ, দাদা আমার দুৰ্ব্বল হতে পারেন, কিন্তু ইতর নন। কারও জন্তেই এই সঞ্জ সাজার কন্দি মাথায় আসবে না। এই প্রতিক্রিয়া বন্ধটা ষে কি অদ্ভূত ব্যাপার বিভা তাহার কি জানে! শব্দটা শুধু ক্ষেত্রমোহন বইয়ে পড়িয়াছেন, তিনিও ইহার বিশেষ কিছু জানেন না, তাই স্ত্রীর ক্ৰোধের প্রত্যুত্তরে তিনি চুপ করিয়া রছিলেন অন্ধকারে তর্কযুদ্ধ চালাইতে র্তাহার जांख्ण इझेल नां । किंठ ७थठिकिब्र शाहे ८हांक कांtजब्र ८षणांच्च बिछांहे अईौ रुहेण । चांग्रेौरक श्मि ரேன்