পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/৩৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

मर-दिशांम बिछ रष्क हड्रेब्रा ब्रश्णि । cफ्बtभांश्न कश्रिणन, षा ७ऋणद्दइन, मा cनांदबन ? ठादे ত বলি কাল দুপুরবেলা,এসেছেন। চলুন পিসেমশাই রান্নাঘরে। চল । - তিনজনে রন্ধনশালার স্বমুখেই আসিতে উষা সাড়া পাইয়া হাত ধইরা বাহিরে আসিয়া দাড়াইল। বিভা পায়ের জুতা খুলিয়া প্রণাম করিল। কহিল, কি কাও হয়েছে দেখলে বৌদ্ধি ? উষা হাত দিয়া তাহার চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিল, হাসিয়া কহিল, দেখলুম বই কি ভাই। ছেলেটার আকৃতি দেখে কেঁদে বাচিনে। তাড়াতাড়ি মাল-ফালা ছিড়ে ফেলে দিয়ে নাপতে ডাকিয়ে চুল কেটে দিই, নতুন কাপড় জুতো কিনে আনিয়ে পরিয়ে তবে তার পানে চাইতে পারি। আচ্ছ। আপনিই বা কি করছিলেন বলুন ত ? এই বলিয়া সে কটাক্ষে ক্ষেত্রমোহনের প্রতি দৃষ্টিপাত করিল। ক্ষেত্রমোহন কহিলেন, বলবার তাড়াহুড়ে নেই বৌঠাকরুন, ধীরে মুস্থে সমস্তই বলতে পারব, এখন ওপরে চলুন, আগে কিছু ধেতে দিন। ভাল কথা, গুরুভাই ফুটিত দেখলুম, বাহিরে পুটুলি কষছেন, কিন্তু ঐ প্রভুপাদ-যুগল মূৰ্ত্তির কি করলেন । ওপরে তারা ত নেই ? উষা হাসিয়া ফেলিয়া কহিল, না, ভয় নেই, তারা নবদ্বীপধামে গেছেন । বলি, আবার ফিরে আসছেন না ত ? উষা তেমনই মৃদু হাসিয়া শুধু কহিল, না। ক্ষেত্রমোহন কছিলেন, বৌঠাকরুন, আপনার যে এরূপ স্ববুদ্ধি হবে এ ত আমাদের স্বপ্নের অগোচর। ব্রহ্মচারী ব্রাহ্মণ-কুমারের স্বহস্তে তুলসীমালা ছিড়ে দিয়ে টিকি কেটে দিয়ে—এসব কি বলুন ত ? উষা হাসিমুখে ক্ষেত্রমোহনের কথা ফিরাইয়া দিয়া কহিল, বেশ ত, বলবার তাড়াছড়ে কি জামাইবাবু! ধীরে-সুস্থে সমস্তই বলতে পারব এখন। ওপরে চলুন, আগে কিছু আপনাদের খেতে দিই।