পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/৩৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

গ্রন্থ-পরিচয়

শ্রীকান্ত (২য় পর্ব্ব)

প্রথম প্রকাশ — ১৩২৪ সালের আষাঢ়—ভাদ্র, অগ্রহায়ণ—চৈত্র এবং ১৩২৫ সালের বৈশাখ—আষাঢ়, ভাদ্র, আশ্বিন সংখ্যা 'ভারতবর্ষ' পত্রে সর্ব্বপ্রথম প্রকাশিত হয়।

পুস্তকাকারে প্রথম প্রকাশ — ২৪শে সেপ্টেম্বর, ১৯১৮ (ভাদ্র, ১৩২৫)।

পল্লী-সমাজ

প্রথম প্রকাশ—১৩২২ সালের আশ্বিন, অগ্রহায়ণ ও পৌষ সংখ্যা 'ভারতবর্ষ' পত্রে সর্ব্বপ্রথম প্রকাশিত হয়। পুস্তকাকারে প্রথম প্রকাশ— ১৪ই জানুয়ারী, ১৯১৬ (মাঘ, ১৩১২)।

১৩৫৫ সালের শ্রাবণ মাসে ইহার নাট্য-রূপ 'রমা' সর্ব্বপ্রথম প্রকাশিত হয়।

বিরাজ-বৌ

প্রথম প্রকাশ—১৩২০ সালের পৌষ ও মাঘ সংখ্যা 'ভারতবর্ষ' পত্রে সর্ব্বপ্রথম প্রকাশিত হয়। পুস্তকাকারে প্রথম প্রকাশ—২রা, মে ১৯১৪ (বৈশাখ, ১৩২১)। ইহার নাট্য-রূপ সর্ব্বপ্রথমে ১৩৪১ সালে প্রকাশিত হয়।

নব-বিধান

প্রথম প্রকাশ—১৩৩০ সালের মাঘ—ফাল্গুন এবং ১৩৩১ সালের বৈশাখ, আষাঢ় ও আশ্বিন—কার্ত্তিক সংখ্যা 'ভারতবর্ষ' পত্রে সর্ব্বপ্রথম প্রকাশিত হয়। পুস্তকাকারে প্রথম প্রকাশ—অক্টোবর, ১৯২৪ (আশ্বিন, ১৩৩১)।