পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Got to আপ্তবাবু আর তাহাকে ফিরিয়া ডাকিলেন না, কেবল বেদনায় দুই চক্ষু প্রসারিত করিয়া সেইদিকে চাহিয়া রহিলেন । কমলের সম্বন্ধে এ-বিশ্বাস অসম্ভবও নয়, অসঙ্গতও নয়। ইহা তিনি নিজেও জানিতেন। নিরুপায় অম্বুশোচনায় বুকের ভিতরটা যেন তাহার"াচড়াইতে লাগিল ।

  • \C) 桓 নারী-কল্যাণ সমিতি হইতে ফিরিয়া নীলিমা অবিনাশকে ধরিয়া পড়িল, মুখুয্যেমশাই, কমলকে আমি একবার দেখব। আমার ভারি ইচ্ছে করে তাকে নেমন্তয় করে খাওয়াই ।

অবিনাশ আশ্চৰ্য্য হইয়া কহিলেন, তোমার সাহস ত কম নয় ছোটগিরী ; শুধু আলাপ নয়, একেবারে নেমন্তশ্ন করা ? অবিনাশ বলিলেন, বাঘ-ভালুক এদেশে মেলে না, নইলে তোমার হুকুমে তাদেরও নেমন্তয় করে আসতে পারি। কিন্তু একে নয়। অক্ষয় খবর পেলে আর রক্ষে থাকবে না । আমাকে দেশছাড়া করে ছাড়বে। নীলিম কহিল, অক্ষয়বাবুকে আমি ভয় করিনে। অবিনাশ বলিলেন, তুমি ন করলেও ক্ষতি নেই, আমি এক করলেই তার কাজ চলে যাবে । নীলিমা জিদ করিয়া বলিল, ন, সে হবে না । তুমি না যাও আমি মিজে গিয়ে র্তাকে আহবান করে আসব। কিন্তু আমি ত তাদের বাসাটা চিনিমে। নীলিমা কছিল, ঠাকুরপো চেনেন। আমি তাকে সঙ্গে মিয়ে যাব। তিনি cखांबांटनग्न थठ डैौछू cनांक नन । একটু ভাবিয়া বলিল, তোমাদের মুখে যা গুমি ভাতে শিবনাথবাবুরই দোষ—ষ্ঠাকে ত আমি নেমস্তয় করতে চাইনে। আমি চাই কমপকে দেখতে, তার লঙ্গে অলিপি 粵 ఫి?

si='+