পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎসাহিত্য-সংগ্ৰহ মাঝে মাঝে আভাসে ইঙ্গিতে এমন ভাব প্রকাশ করিত যে, ইহাকে আশ্রমে রাখা ঠিক সঙ্গত হইতেছে না—ছেলেরা বিগড়াইতে পারে। হরেন্দ্র নিজেও ষে না বুঝিত তাহ নহে, কিন্তু মুখ ফুটিয়া বলিবার সাহস তাহার ছিল না। একদিন সমস্ত রাত্রিই তাহার দেখা নাই—সকালে যখন সে বাড়ি ফিরিল তখন এই লইয়াই একটা রীতিমত আলোচনা চলিতেছিল। হরেন্দ্র বিস্থিত হইয়া কহিল, ব্যাপার কি—রাজেন । কাল ছিলে কোথায় ? | সে একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল, একটা গাছতলায় পড়েছিলাম। গাছতলায় ! গাছতলায় কেন ? অনেক রাত হয়ে গেল—আর ডাকাডাকি করে আপনাদের ঘুম ভাঙ্গালাম না। বেশ ! অত রাত্রিই বা হ’ল কেন ? এমনি ঘুরতে ঘুরতে। বলিয়া সে নিজের ঘরে চলিয়া গেল। সতীশ নিকটে ছিল, হরেন্দ্র জিজ্ঞাসা করিল, কি কাণ্ড বল ত ? সতীশ বলিল, আপনাকেই কথা কাটিয়ে চলে গেল—গ্রাহ করলে না, আর আমি জানব কি করে । তাই ত হে, এতটা ভাল নয়। সতীশ মুখ ভারি করিয়া খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আপনি ত একটা কথা জানেন, পুলিশে ওকে বছর-দুই জেলে রেখেছিল ? হরেন্দ্র বলিল, জানি, কিন্তু সে ত মিথ্যে সন্দেহের উপর। ওর ত কোন সত্যিকার দোষ ছিল না । সতীশ কহিল, আমি শুধু ওর বন্ধু বলেই জেলে যেতে যেতে রয়ে গিয়েছিলাম। পুলিশের স্বধৃষ্টি ওকে আজও ছাড়েনি। হরেন্দ্র কছিল, অসম্ভব নয় । i. প্রত্যুত্তরে সতীশ একটুখানি বিষাদের হাসি হাসিয়া কহিল, আমি ভাবি, ওর খেকে আমাদের আশ্রমের উপরে না তাদের মায়া জন্মায়। ஆ শুনিয়া হরেন্দ্র চিস্তিতমুখে চুপ করিয়া রছিল। সতীশ নিজেও খানিকক্ষণ নীরবে থাকিয় সহসা জিজ্ঞাসা করিল, আপনি বোধ হয় জানেন যে, রাজেন ভগবান পৰ্য্যন্ত বিশ্বাস করে না ? o হরেক্স আশ্চৰ্য্য হইয়া বলিল, কইনা ! সতীশ কহিল, আমি জানি সে করে না । আশ্রমের কাজকৰ্ম্ম, বিধিনিষেধের প্রতিও জর তিলার্জ প্ৰদ্ধা নেই। আপনি বরঞ্চ কোথাও তার একটা চাকরি-বাকরি করে দিন ।

  • i مياه جع