পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎসাহিত্য-সংগ্ৰহ হরেক্স হাত-জোড় করিয়া বলিল, রক্ষে করুন বৌদি, যত অভিজ্ঞতার লড়াই কি আজ আমার বাসায় এসে ? যেটুকু বাকি রইল এখন থাক, বাড়ি ফিরে গিয়ে সমাধা করে নেবেন, নইলে আমরা যে মারা যাই । যে ভয়ে অক্ষয়কে ডাকলাম না, তাই কি শেষে ভাগ্যে ঘটলো ? শুনিয়া অজিত ও কমল উভয়েই হাসিয়া ফেলিল। হরেন্দ্র জিজ্ঞাসা করিল, অজিতবাবু, শুনলাম কাল নাকি আপনি বাড়ি যাবেন ? কিন্তু আপনি শুনলেন কার কাছে ? আপ্তবাবুকে আনতে গিয়েছিলাম, তিনিই বললেন, কাল বোধ হয় আপনি বাড়ি চলে যাচ্চেন । অজিত কহিল, বোধ হয় । কিন্তু সে কাল নয় পরশু। এবং বাড়ি কি না তারও নিশ্চয়তা নেই। হয়ত বিকেল নাগাদ ষ্টেশনে গিয়ে উপস্থিত হব—উত্তর দক্ষিণ পূৰ্ব্ব পশ্চিম যে-কোন দিকের গাড়ী পাবো তাতেই এ-বারের যাত্র স্বরু করে দেব । হরেন্দ্র সহাস্তে কহিল, অনেকটা বিবাগী হওয়ার মত। অর্থাৎ গন্তব্য স্থানের নির্দেশ নেই। অজিত বলিল, না । কিন্তু ফিরে আসবার ? না, তারও আপাতত: কোন নির্দেশ নেই। হরেক্স কহিল, অজিতবাবু, আপনি ভাগ্যবান লোক। কিন্তু তল্পি বইবার লোকের দরকার হয় ত আমি একজনকে দিতে পারি, বিদেশে এমন বন্ধু আর পাবেন না । কমল কহিল, আর রাধবার লোকের দরকার হয় ত আমিও একজনকে দিতে পারি রাধতে যার জোড়া নেই। আপনিও স্বীকার করবেন, ই, অহঙ্কার করতে পারে বটে। অবিনাশের কিছুই আর ভাল লাগিতেছিল না ; বলিলেন, হরেন, আর দেরি কিসের, এবার ফেরবার উদ্যোগ করা যাক না । কি বল ? 'হরেঞ্জ সবিনয়ে কহিল, ছেলেদের সঙ্গে একটু পরিচয় করবেন না ? ছটাে উপদেশ তাদের দিয়ে যাবেন না সেজদা"? অবিনাশ বলিলেন, উপদেশ দিতে ত আমি আসিনি, এসেছিলাম শুধু ওঁদের সঙ্গী হিসাবে। তার বোধ হয় আর দরকার নেই। }}8