পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন আপনাকে দৃঢ় করিয়া হাসিয়া কহিল, পথ ভোলার অনুরোধ ত আমি করিনি অজিতবাবু, যে, সংশোধনের হুকুম আমাকেই দিতে হবে ! ঠিক জায়গায় পৌছে দেবার দায়িত্ব আপনার—আমার কৰ্ত্তব্য শুধু আপনাকে বিশ্বাস করে থাকা । কিন্তু দায়িত্ববোধের ধারণার যদি ভুল করে থাকি কমল ? যদির ওপর ত বিচার চলে না অজিতবাবু। ভুলের সম্বন্ধে আগে নিঃসংশয় হই, তার পরে এর বিচার করব । অজিত অন্মুট-স্বরে বলিল, তা হলে বিচারই করুন, আমি অপেক্ষ করে রইলাম। এই বলিয়া সে মুহূৰ্ত্ত-কয়েক স্তব্ধ থাকিযা হঠাৎ বলিয়া উঠিল, কমল, আর একদিনের কথা মনে আছে তোমার ? সেদিন ত ঠিক এমনি অন্ধকারই ছিল। ই, এমনি অন্ধকারই ছিল। বলিয়া সে গাড়ীর দরজা খুলিয়া নামিয়া আসিয়া সম্মুখের আসনে অজিতের পাশে গিয়া বসিল । জনপ্রাণীহীন অন্ধকার রাত্রি একান্ত নীরব। কিছুক্ষণ পৰ্য্যন্ত কেহই কথা কহিল না । 翻 অজিতবাবু! झु' । অজিতের বুকের মধ্যে ঝড় বহিতেছিল, জবাব দিতে গিয়া কথা তাহার মুখে বাধিয়া রহিল । t কমল পুনরায় প্রশ্ন করিল, কি ভাবচেন বলুন না শুনি ? অজিতের গলা কঁাপিতে লাগিল, বলিল, সেদিন আগুবাবুর বাড়িতে আমার আচরণটা তোমার মনে পড়ে ? সেদিন পর্য্যন্ত ভেবেছিলাম তোমার অতীতটাই বুঝি তোমার বড় অংশ, তার সঙ্গে আপোষ করব আমি কি করে ? পিছনের ছায়াটাকেই সামনে বাড়িয়ে দিয়ে তোমার মুখ ফেলেছিলাম ঢেকে, স্বৰ্য্য যে ঘোরে এই কথাটাই গিয়েছিলাম ভুলে। কিন্তু—থাকৃ কিন্তু। আমি আজ কি ভাবচি তুমি বুঝতে পার না ? কমল বলিল, মেয়েমানুষ হয়ে এর পরেও বুঝতে পারব না আমি কি এতই নিৰ্ব্বোধ ? পথ যখনি ভুলেচেন আমি তখনই বুঝেচি । অজিত ধীরে ধীরে তাহার কাধের উপর বা হাতখানি রাখিয়া চুপ করিয়া রহিল। খানিক পরে বলিল, কমল, মনে হচ্চে আজ বুঝি আর নিজেকে আমি সামলাতে পারবো না । কমল সরিয়া বসিল না। তাহার আচরণে বিস্ময় বা বিহবলতার লেশমাত্র নাই । সহজ শাস্ত-কণ্ঠে কহিল, এতে আশ্চর্য্যের কিছুই নেই অজিতবাবু, এমনিই হয়। কিন্তু Χ ) ώ