পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন দ্বারের কাছে আসিয়া কমল হঠাৎ ফিরিয়া দাড়াইয়া বলিল, আপ্তবাবু, আমার প্রস্তাব কিন্তু প্রত্যাহার করিনি। ঐ সৰ্ত্তে ইচ্ছে হয় পাঠিয়ে দেবেন, আমি যথাসাধ্য করে দেখব। বাচেন ভালই, না বাচেন অদৃষ্ট। বলিয়া চলিয়া গেল। ঘরের মধ্যে স্তন্ধ হইয়া সকলে বসিয়া রছিলেন—অসুস্থ গৃহস্বামীর চোখের সন্মুখে প্রভাতের আলোটা পৰ্য্যন্ত বিবর্ণ ও বিস্বাদ হইয়া উঠিল। ף= অর্ধেক পথে রাজেন বিদায় হইল। বলিয়া গেল ঘন্ট-কয়েকের মধ্যেই সে কাজ সারিয়া ফিরিয়া আসিবে। কমল অন্তমনস্কতাবশতঃই বোধ করি আপত্তি করিল না, কিংবা হয়ত আর কোন কারণ ছিল। দ্রুতপদে বাসায় আসিয়া দেখিল সিড়ির দরজায় তখনো তালা বন্ধ, ঘর খোলা হয় নাই। যে নীচ-জাতীয় দাসীটি তাহার কাজকৰ্ম্ম করিয়া দিত সে আসে নাই। পথের ওধারে মুনীর দোকানে সন্ধান করিয়া জানিল দাসী পীড়িত, তাহার ছোট নাতনী সকালে আসিয়া ঘরের চাবি রাখিয়া গেছে। ঘর খুলিয়া কমল গৃহকৰ্ম্মে নিযুক্ত হইল। একরকম কাল হইতেই সে অভূক্ত ; স্থির করিয়া আসিয়াছিল তাড়াতাড়ি কোনমতে কিছু রাধিয়া খাইয়া লইয়া বিশ্রাম করিবে, বিশ্রামের তাহার একান্ত প্রয়োজন ; কিন্তু আজ ঘরের কাজ আর তাহার কিছুতেই সারা হয় না। চারিদিকে এত যে আবর্জন জমা হইয়াছিল, এতদিন এমনি বিশৃঙ্খলার মাঝে যে তাহার দিন কাটিতেছিল, সে লক্ষ্যও করে নাই। আজ যাহাতে চোখ পড়িল সে-ই যেন তাহাকে তিরস্কার করিল-ছাদের পুরানো চুণ-বালি খসিয়া থাটের খাজে খাজে জমিয়াছে—মুক্ত করা চাই ; চড়াই পার্থীর বাসা-তৈরির অতিরিক্ত মাল-মসলা বিছানায় পড়িয়াছে, চাদর বদলানো প্রয়োজন ; বালিসের অড় অত্যন্ত মলিন, খুলিয়া ফেলা দরকার ; চেয়ার টেবিল স্থানভ্রষ্ট, দরজার পা-পোষটায় কাদা জমাট বাধিয়াছে, আয়নাটার এমনি অবস্থা যে পঙ্কোদ্ধার করিতে একটা বেলা লাগিবে, দোয়াতের কালি শুকাইয়াছে, কলমণ্ডলা খুজিয়া পাওয়া দ্বায়, প্যাডের ব্লটিং কাগজগুলার চিহ্নমাত্র নাই—এমনিধারা যেদিকে চাহিয়া দেখিল অপরিচ্ছন্নতার আতিশয্যে তাহার নিজেরই মনে হইল এতকাল এখানে যেন মানুষ বাস করে নাই । নাওয়া-খাওয়া পড়িয়া রহিল, কোথা দিয়া যে বেলা কাটিল ঠাহর রহিল না। সমস্ত শেষ করিয়া গায়ের ধূলা-মাট পরিষ্কার করিতে যখন সে নীচে হইতে স্বান করিয়া আসিল তখন সন্ধ্যা হইয়াছে। এতদিন সে নিশ্চয় জানিত এখানে সে থাকিবে না। থাকা সম্ভবও নয়, উচিতও নয়। মাসের পর মাস বাসার ভাড়া যোগাইবে বা কোথা ჯ\SJ(k