পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ তুমি এখানেই আবার আসবে ? আসিব । কতক্ষণ থাকবে ? of অন্ততঃ কাল সকাল পর্য্যন্ত । ওপরের পাঞ্জাবীদের হাতে কিছু টাকা দিয়ে গেছি, একটা মোকাবিলা না করে নড়ব না। একটু ক্লান্ত, তা হোক। এতটা অযত্ন হবে ভাবিনি। উঠুন, এদিকে গাড়ী পাওয়া যাবে না, হাটতে হবে। ফেরবার পথে মুচীদের বস্তিটা একবার ঘুরে আসা দরকার। দু’ব্যাটার মরবার কথা ছিল, দেখি তারা কি করলে ? কমলের আবার সেই কথাই মনে পড়িল, এ-লোকটার অনুভূতি বলিয়া কোন বালাই নাই। অনেকট যন্ত্রের মত। কি একটা অজ্ঞাত প্রেরণা ইহাকে বারংবার কৰ্ম্মে নিযুক্ত করে—কৰ্ম্ম করিয়া যায়। নিজের জন্য নয়, হয়ত কোন-কিছু আশা করিয়াও নয়। কাজ ইহার রক্তের মধ্যে, সমস্ত দেহের মধ্যে জল-বায়ুর মতই যেন সহজ হইয়া আছে। অথচ অন্তের বিস্ময়ের অবধি থাকে না, ভাবে, কেমন করিয়া এমন হয়। জিজ্ঞাসা করিল, আচ্ছা রাজেন, তুমি নিজে ত ডাক্তার ? ডাক্তার ? না। ওদের ডাক্তারি-ফুলে সামান্ত কিছুদিন শিক্ষানবিশ করেছিলাম। তা হলে ওদের দেখচে কে ? शुभ । তবে তুমি কর কি ? আমি করি তার তদ্বির। র্তার গুণমুগ্ধ পরম ভক্ত আমি। এই বলিয়া সে কমলের বিস্ময়-অভিভূত মুখের প্রতি ক্ষণকাল চাহিয়া থাকিয়া একটু হাসিল, কহিল, যম নয়, তিনি যমরাজ । বলিহারি তার প্রতিভাকে যিনি রাজা বলে একে প্রথমে অভিবাদন করেছিলেন । রাজাই বটে। যেমন দয়া, তেমনি স্ববিবেচনা । বিশ্ব-ভুবনে স্বষ্টিকর্তা যদি কেউ থাকে, এ তার সেরা-স্বষ্টি আমি বাজি রেখে বলতে পারি। কমল আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, তুমি কি পরিহাস করচ রাজেন ? একেবারে না। শুনে সতীশদা মুখ গম্ভীর করে, হরেনদা রাগ করে, বলেন আমাকে সিনিক, র্তাদের আশ্রমে সকলে মিলে তার কৃচ্ছ্বতা, সংযম, ত্যাগ ও নানাবিধ অদ্ভুত কঠোরতার অস্ত্রশস্ত্র শানিয়ে যমরাঁজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। অতএব মনে করেন আমি তাদের উপহাস করি। কিন্তু তা করিনে। দুঃখীদের পল্লীতে র্তারা যান না, গেলে আমার ধারণা—আমারই মত পরম রাজভক্ত হয়ে 些 Ꮌ8Ꮤ%