পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ জানাটাই আমার সান । তুমি এত ছোট বলেই কেবল নিজের দুঃখ আমি সইতে । পারলুম, নইলে পারতুম না । শিবনাথ চুপ করিয়া রহিল ; কমল তাহার মুখের প্রতি নির্নিমেষে চাহিয়া কহিল, জান তুমি, আমার সব সইল কিন্তু তোমাকে বাড়ি থেকে বার করে দেওয়াট আমার সইল না। তাই এসেছিলুম তোমাকে সেবা করতে, তোমার মন ভোলাতে আসিনি । শিবনাথ ধীরে ধীরে কহিল, তোমার এই দয়ার জন্য আমি কৃতজ্ঞ শিবানি । কমল কহিল, তুমি আমাকে শিবানী বলে ডেকে না, কমল বলে ডেকে । cकन ? শুনলে আমার ঘুণ বোধ হয়, তাই । কিন্তু একদিন ত তুমি এই নামটিই সবচেয়ে ভালবাসতে ! বলিয়া সে ধীরে ধীরে কমলের হাতখানি লইয়া নিজের হাতের মধ্যে গ্রহণ করিল। কমল চুপ করিয়া রছিল। নিজের হাত লইয়া টানাটানি করিতেও তাহার কুণ্ঠ বোধ হইল। চুপ করে রইলে, উত্তর দিলে না যে বড় ? কমল তেমনিই নিৰ্ব্বাক্ হইয়া রহিল। কি ভাবচ বল ত শিবানি ? কি ভাবচি জান ? ভাবচি, মানুষ কত বড় পাষণ্ড হলে তবে এ-কথা মনে করে দিতে পারে । শিবনাথের চোখ ছল ছল করিতে লাগিল, বলিল, পাষণ্ড আমি নই শিবানি। একদিন তোমার ভুল তুমি নিজেই জানতে পারবে, সেদিন তোমার পরিতাপের সীমা থাকবে না । কেন যে একটা আলাদা বাসা ভাড়া করেচি– কিন্তু আলাদা বাসা ভাড়া করার কারণ ত আমি একবারও জিজ্ঞেস করিনি ? আমি শুধু এইটুকুই জানতে চেয়েছিলুম, এ-কথা আমাকে তুমি জানিয়ে আসনি কেন ? তোমাকে একদিনের জন্যও আমি ধরে রাখতুম না । শিবনাথের চোখ দিয়া জল গড়াইয়া পড়িল, কহিল, জানাতে আমার সাহস হয়নি শিবানি । কেন ? শিবনাথ জামার হাতায় চোখ মুছিয়া, বলিল, একে টাকার টানাটানি, তাতে প্রত্যহই বাইরে যেতে হতে লাগল—পাথর কিনতে, চালান দিতে ষ্ট্রেশনের কাছে একটা কিছু— 䲁 ΣΦ ο