পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনে হয় য়েন বলেছিলাম। আর আমি শুনিনি সে-কথা ? | || , , 驅 তা হলে শোনবার মত করে বলেননি। হয়ত মনের মধ্যে শুধু ইচ্ছে হয়েই ছিল— মুখ দিয়ে তা প্রকাশ পায়নি । আচ্ছা, ধর আজই যদি বলি। তা হলে আমিও যদি বলি, না । অজিত হাতের গ্রাস নামাইয়া রাখিয়া কহিল, এই ত ! তোমাকে একটাদিনও আমরা বুঝতে পারলাম না। যেদিন তাজের স্বমুখে প্রথম দেখি সেদিনও যেমন তোমার কথা বুঝিনি, আজও তেমনি আমাদের সকলের কাছে তুমি রহস্যই রয়ে গেলে । এইমাত্র নিজেই বললে আমার ভার নিন—আবার তখনি বললে, না। . কমল হাসিয়া কহিল, এমনিধারা একটা না। আপনি বলুন ত দেখি ? বলুন ত ধা খেয়েচেন আর কোনদিন খাবেন না—কেমন আপনার কথা থাকে । অজিত কহিল, থাকবে কি করে ? না থাইয়ে তুমি ত ছেড়ে দেবে না। : কিন্তু এবার কমল আর হাসিল না। শান্তভাবে বলিল, আমার ভার নেবার সময় আজও আপনার আসেনি। যেদিন আসবে সেদিন আমার মুখ দিয়েও ‘না’ বেরুবে না। রাত হয়ে যাচ্ছে আপনি খেয়ে নিন। । 劇 নিই। সেদিন কখনো আসবে কি-না বলে দিতে পার ? কমল মাথা নাড়িয়া কহিল, সে আমি পারিনে। জবাব আপনাকে নিজেই একদিন খুজে নিতে হবে। 呜 সে শক্তি আমার নেই। একদিন অনেক খুজেচি কিন্তু পাইনি। জবাব তোমার কাছে পাবে, এই আশা করে আজ থেকে আমি হাত পেতে থাকব । বলিয়া অজিত নিঃশব্দে থাইতে লাগিল । খানিক পরে কমল জিজ্ঞাসা করিল, এত জায়গা থাকতে আপনি হঠাৎ হরেত্রের আশ্রমে গিয়ে উপস্থিত হলেন কেন ? ஆ অজিত কহিল, কোথাও ত থাকা চাই। তুমি নিজেই ত জানো আগ্রা ছেড়ে আমার যাবার যে ছিল না । জানি তা হলে ? ই, জানো বই কি। আর তাই যদি সত্যি, সোজা আমার কাছে চলে এলেন না কেন ? >b"。