পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/২১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ब्र६-जांश्ङिJ-श२3इ হরেক্স জিজ্ঞাসা করিল, কেন বৌদি ? গভীর, স্নেহে নীলিমার চোখ সজল হইয়া উঠিল, কহিল, অমন মিষ্টি কথা অনেকদিন শুনিনি ভাই, তাই শুনতে একটু লোভ হয়। তবে আরম্ভ করব না কি ? . আচ্ছ এখন থাকৃ। তোমরা ও-ঘরে গিয়ে কাপড় ছাড় গে, আমি জামা পাঠিয়ে দিচ্চি। 曝 i. কিন্তু কাপড় ছাড়া হলে ? তার পরে ? নীলিমা সহস্তে কহিল, তার পরে চেষ্টা করে দেখি গে ইতর-জনের ভাগ্যে যদি কোথাও কিছু জোটাতে পারি। হরেক্স বলিল, কষ্ট করে চেষ্টা করতে হবে না বোঁদি, শুধু একবার চোখ মেলে চাইবেন। আপনার অন্নপূর্ণার দৃষ্টি যেখানে পড়বে, সেইখানেই অল্পের ভাড়ার উথলে যাবে। চলো অজিত, আর ভাবনা নেই, আমরা ততক্ষণ ভিজে কাপড় ছেড়ে আসি গে, বলিয়া সে অজিতের হাত ধরিয়া টানিতে টানিতে পাশের ঘরে প্রবেশ করিল। హ్చి 9 অজিত কহিল, জল খামবার ত কোন লক্ষণ নেই। হরেজ কহিল, না। অতএব আবার দুজনে সেই ভাঙা-ছাতির মধ্যে মাথা গুজে সমানাধিকারতত্বের সত্যতা সপ্রমাণ করতে করতে অন্ধকারে পথ চলা এবং অবশেষে. আশ্রমে পৌঁছানো। অবশু তার পরের ভাবনাটা নেই, এখানে তা চুকিয়ে নেওয়া গেছে, সুতরাং আর একবার ভিজে কাপড় ছাড়া ও শুয়ে পড়া । 国 আগুবাবু ব্যগ্র হইয়া বলিলেন, তা হলে তোমরা দুজনে একেবারে পেট ভরেই খেয়ে নিলে না কেন ? হরেন্দ্র বলিয়া উঠিল, না, থাক, তাতে আর কি হয়েচে, আপনি সেজন্ত ব্যস্ত হবেন না আণ্ডবাবু। . ; নীলিমা প্রথমটা খিল খিল করিয়া হাসিয়া উঠিল, পরে অনুযোগের কণ্ঠে বলিল, ঠাকুরপো, কেন মিছে রোগামানুষের উৎকণ্ঠ বাড়াও । আগুবাবুকে কহিল, উনি ՀջԵ :